গান- ১৫৬

রকিব লিখন ১৩ ডিসেম্বর ২০১৩, শুক্রবার, ০৭:৪১:২৭অপরাহ্ন সঙ্গীত ১০ মন্তব্য


পূব আকাশে রাঙা সূর্য
হয় যখন উদয়
ভোরের পাখি ডেকে বলে
জয় বাংলার জয়

দেশের জন্য দিয়েছে যারা
জীবন বিসর্জন
লাল সবুজের এই পতাকা
তাদেরই অর্জন
মুজিব ছিলেন তাদের নেতা
সব লোকেই তো কয়

তোমার কন্যা শেখ হাসিনা
সবার নয়ন মনি
দেশ গড়িবে মুজিব মতে
এই কথাটাই শুনি
দেশের মানুষ তোমার নীতি
চায় যে সর্বময়

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress