গান লিখছে কবি

আলমগীর সরকার লিটন ২৭ জুলাই ২০২০, সোমবার, ১০:৩৩:৪৯পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

===============================
একটা গান লেখে দাও কবি !
লিখছো গান- যে গানে থাকবে না শুধু
কবিতার ঠোঁট মুখে ছল ছল হাসি-
তবুও আঁকছে কেনো বেদনা বিধুর ছবি।

মমতার মায়া- বাংলা মায়ের ছায়া
বাবা মেয়ের প্রকৃতির যতসব কায়া-
ছেলে হারা রোদ বৃষ্টি বিকালের কাঁন্না
সৌহার্দ্য পূর্ণ- গান হোক না কবি;

বনোহাঁস সাঁতার কাঁটে যেনো
স্বচ্ছ জলে- সব পাখি ফিরে নীড়ে
মেঠো পথের বাঁকে উন্নয়ত শিকরে
সোনালি ফসল থাকে জানি কৃষানীর ঘরে
এমন একটা গান লিখে দাও না কবি ;

যে গানে থাকবে না মিথ্যা ছলনার
ছড়াছড়ি- খুন ধর্ষণের বাহাদুরি-
বেচে থাকার জন্য শুধু মাটির গন্ধ পাই
ঐ মাটির বুকে ঘুমিয়ে আছে উত্তর শরিক
অনুভবে জাগায় এমন গান লিখে দাও কবি।

১২ শ্রাবণ ১৪২৬, ২৭ জুলাই ২০
------------------------------

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ