গানের পাখীটির কথা মনে পরে গেল

শিশির কনা ২৮ অক্টোবর ২০১২, রবিবার, ০৮:৫১:৩২অপরাহ্ন বিবিধ, সঙ্গীত ৯ মন্তব্য

নাজিয়া হাসান , অকালে ঝরে যাওয়া একজন গানের পাখী । ৩৫ বছরের জীবনে উপমহাদেশের গানের জগতকে আন্দোলিত করতে পেরেছিলেন ভালো ভাবেই। মাত্র পনের বছর বয়সে পেয়েছেন ভারতের ফিল্ম ফেয়ার এর সেরা মহিলা কন্ঠ শিল্পীর এ্যাওয়ার্ড । ১৯৮০ সনে কুরবানী মুভিতে গাওয়া  আপ য্যায়সা কই নেহি গান থেকেই তার উত্থান শুরু। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ১৯৮১ সনে ভাই যোহেব হাসান এর সাথে তাঁর গানের প্রথম এ্যালবাম  ডিসকো দিওয়ানী (Disco Deewane ) ১৪ টি দেশে একসাথে রিলিজ হয় এবং সর্বাধিক বিক্রিত  Asian pop এ্যালবাম হিসেবে এশিয়ায় রেকর্ড করে। বিক্রির সংখ্যা ৬০ মিলিয়ন কপি।

আজ করন যোহর এর সাম্প্রতিক মুক্তি পাওয়া Student of the year মুভি দেখতে গিয়ে চমকে উঠি।  নাজিয়া হাসানের মুল গানের তাঁর কন্ঠের কিছু কিছু অংশ Student of the year এর গানে রাখা হয়েছে।

নিজে যখন শুনলাম , আপনাদেরকেও শুনাতে ইচ্ছে করছে ।

ডিসকো দিওয়ানী নতুন এবং পুরাতন 

Student of the year এর গানের দৃশ্য

Student of the year এর গান

নাজিয়া হাসানের মুল গানের দৃশ্য

নাজিয়া হাসানের মুল গান

সবাইকে কুরবানী ঈদের শুভেচ্ছা ।

 

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ