কৈশরে গাঙ আর মেওয়া গাছের প্রিয় বন্ধু আমি–
ফুল ও পাখিদের মতো নিমন্ত্রিত ছিলাম অষ্টপ্রহর।
রৌদ্রপ্লাবনশেষে চোখে সে কি আষাঢ়ের ঘ্রাণ!
উর্বরা ফসলী মাঠে নেচে ওঠা মাতৃকোল।
আহ! কি দারুণ সবুজের ঢেউ! থোকা থোকা ফুল।
নিশ্বাসে মায়াবী গন্ধ! প্রসূতি বাজনা। কি সঞ্জিবনী সুধা!
জৈষ্ঠ্যেস্নানশেষে এখনো শুঁকি গাঙফুলের গন্ধ।
অমাবস্যার বানে ভেসে গেছে নদী,
নষ্টপ্রপাতে ছাই মেওয়ারঙের কৈশোর।
আর আমি? একাকী হাতড়ে মরছি মায়ের রঙধনু শাড়ি।
*** ***
৪টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সময় সব সময়ই নিরপেক্ষ!
মুগ্ধতা রইল সুন্দর কবিতায়।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিম নজরুল
অফুরান ভালোবাসা ভাই।
আলমগীর সরকার লিটন
অমাবস্যার বানে ভেসে গেছে নদী,
নষ্টপ্রপাতে ছাই মেওয়ারঙের কৈশোর।
আর আমি? একাকী হাতড়ে মরছি মায়ের রঙধনু শাড়ি।
বেশ ভাবনাপূর্ণ মনে হলো এক মুগ্ধতা কবি দা ভাল থাকবেন——
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা ভাই।