কৈশরে গাঙ আর মেওয়া গাছের প্রিয় বন্ধু আমি--

ফুল ও পাখিদের মতো নিমন্ত্রিত ছিলাম অষ্টপ্রহর।

 

রৌদ্রপ্লাবনশেষে চোখে সে কি আষাঢ়ের ঘ্রাণ!

উর্বরা ফসলী মাঠে নেচে ওঠা মাতৃকোল।

আহ! কি দারুণ সবুজের ঢেউ! থোকা থোকা ফুল।

নিশ্বাসে মায়াবী গন্ধ! প্রসূতি বাজনা। কি সঞ্জিবনী সুধা!

 

জৈষ্ঠ্যেস্নানশেষে এখনো শুঁকি গাঙফুলের গন্ধ।

 

অমাবস্যার বানে ভেসে গেছে নদী,

নষ্টপ্রপাতে ছাই মেওয়ারঙের কৈশোর।

আর আমি? একাকী হাতড়ে  মরছি মায়ের রঙধনু শাড়ি।

 

***                                              ***

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ