গাংচিলের ওড়া-উড়ি

ছাইরাছ হেলাল ৯ ফেব্রুয়ারি ২০২২, বুধবার, ১২:২১:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

 

কতটা জেনেছি, কতটুকুই-বা জানাতে পেরেছি
সমুদ্রজল আর বালিয়াড়ির সীমানায়!
ভেজা পায়ের ছাপ ফেলে রেখে কতটা পথ পেরিয়েছি,
আকাঙ্ক্ষার কোলাহলে অপরিণামদর্শিতার মত অক্ষর গুণে গুণে,
জমাট শব্দ-কথা-গাথার বুননে বুননে, আকাশকুসুমের বুদবুদে,
স্মৃতির নিকানো উঠোন পেরিয়ে ঐ দূর অবধি যাওয়া হয়নি,
হবে-ও -বা না।

তবুও
সবুজ উপত্যকায় চুপিসারে মৌমাছির শ্রম দেখে দেখে,
অরণ্য আর পাহাড়ে চোখ রেখে, আচ্ছন্ন মগ্নতায়
রঙিন নিসর্গ বাতাসের বিপরীতে গাংচিলের ওড়া-উড়ি
ঠিক-ই দেখতে দেখাতে পারবো।

ছবি নেটের।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ