গল্প লিখতে বসেছি আজ

শাফিন আহমেদ ৩১ জুলাই ২০১৯, বুধবার, ১১:২৬:২১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

খাটের উপর বসে আছি ল্যাপটপ এর সামনে । কি করি দেখার জন্য আশে পাশে ১ , ২ ,৩ দাড়ান একটু ভালো করে গুনে দেখি , ওরে বাবা ৫ জন !! কারো বয়সই ৭/৮ বছরের চেয়ে বেশি হবেনা তবে তার মধ্যে ২ জন আছে একদম পিচ্চি ,বয়স হবে বেশি হলে ৪ বছর , এই দুইজনের মুখের আধো আধো স্বরে বাংলা গালিও আপনার শুনতে ভালো লাগবে । এরা আমার পাশেই এই মুহূর্তে বিচরণ করছে কিন্তু কেউই জানেনা যে এদের কথাই মাইক্রোসফট ওয়ার্ড এ টাইপ করা হচ্ছে ।

সবচেয়ে ছোট নিয়াজ কিছুক্ষন পর পর, , , , , ,

-মামা একটু কার্টুন দাও না ঐ ‘’হানি বানি’’ টা

=এইতো এক্ষুনি দিচ্ছি , লেখাটা শেষ করেই

-কতক্ষন লাগবে আর ?

=এই অল্প কিছুক্ষন তারপরেই দিবো

-ঠিক আছে মনে থাকে যেনো

এরপর আসলো নাজমুল ( নিয়াজের চেয়ে সামান্য একটু বড় হবে বয়সে )

-মামা তোমার ঐ শোকেজ এর ভিতরের প্লেন টা একটু বের করে দিবা ?

=না এখন বের করলে সবাইকে দিতে হবে, ঐটা পরে একা একা এসে খেলতে নিবা।

আচ্ছা মামা বলে আমাকে একটা চোখ মারলো (চোখ মারার মানে হল ব্যাপারটা আমাদের দুজনের মধ্যেই থাকবে)।

ইতিমধ্যেই এই কথা শুনে ফেলেছে মেহেদী, , , ,

-ওরে মামা এই কথা তাইলে !!! আমারে দিবা না প্লেন টা চালাইতে ?

আমি একটা চোখ মেরে বললাম, ‘’আস্তে বলো মামু তোমাকেও দিবো’’। (ও একটা দুষ্টু হাসি দিয়ে বললো ওকে মামা)

এই দিকে অন্য দুইজন সোফার কুশন গুলো সব নামিয়ে ঘরের মত কি যেন বানাচ্ছে, আমি জিগ্যেস করলাম কি বানাও এগুলো ? ওরা বলে ক্লাব ঘর মামা।

কিছুক্ষনের মধ্যেই আম্মু এসে ( আমার আম্মু ), ,

- হায়রে কপাল এগুলা কি করতেছো তোরা !! আমার সোফা শেষ আজকে , সাথে আমাকেও ধমক , ,

-তুই এগুলারে এখন বাসায় যেতে বল বাবু (বাসার সবাই আমাকে বাবু ডাকে)

=থাকনা আম্মু , তোমার নাতী হলে সেও তো এমন করবে, তখন তো আরও খুশি হবা

আম্মু মনে মনে কি যেন বিড় বিড় করছে তবে এইটা স্পষ্ট শুনলাম, ‘’খালি আছে বাসার মধ্যে পোলাপান নিয়া যত পাগলামি’’। আম্মুর প্রস্থান।

এদিকে নাজমুল তো কাজ সেরেছে । সোফার উপর দিয়ে একটা লাফ দিলো, এক লাফে ব্রডব্যান্ড এর তারের উপরে পরলো একদম রাউটার-টাউটার সহ ল্যাপটপ নিয়ে পরেছে ( এইবার আমি একটা ধমক দিলাম পর দেখি, আস্তে করে চলে যাচ্ছে নাজমুল, তারপর আবার ডাক দিলাম নাজমুলকে, নাজমুলের মুখটা দেখলাম একদম ছোট হয়ে গেছে, সে নিচের দিকে তাকিয়ে আছে, আমি ওর দিকে তাকিয়ে একটা হাঁসি দিলাম পরে নাজমুল’ও লজ্জা লজ্জা মুখে নিচের দিকে তাকিয়ে হাসছে) আমার ল্যাপটপের ওয়াই ফাই আবার কাজ করেনা তাই তার দিয়ে সরাসরি ব্রডব্যান্ড কানেকশন নিয়ে ব্যবহার করতে হয়। যাইহোক যেহেতু এখন শুধু MS WORD এ লিখছি তাই ল্যাপটপ টা নিচ থেকে উঠিয়ে কানেকশন খুলে রাখলাম । এতক্ষনে নাজমুলের ঘটনার জন্য পরিবেশ টা একটু ঠান্ডা হয়ে গিয়েছে । কিছুক্ষনের মধ্যে আবার নিয়াজ হাজির , , , ,

-মামা এখন দাও একটু কার্টুন, আর ভালো লাগেনা

=এইতো এক্ষুনি দিচ্ছি , আরেকটু, ,

একটু আগে মেহেদীকে তার আম্মু ডেকে নিয়ে গেলো একটা ঝাড়ি দিয়ে, ” রাত বাজে ১০ টা এখনও তুই বাইরে !!! আয় বাসায় আজকে। মেহেদী এক দৌড়, যাওয়ার আগে আমাকে বলে গেলো, শাফিন মামা মনে আছে তো প্লেন এর কথা ?

আমি বললাম হু মনে আছে তুমি ভাগো জলদি, - ওক্কে মামা বলে চলে গেলো মেহেদী।

 

যাইহোক এদের মধ্যে সবচেয়ে যে বয়সে বড় ওর নাম জিহাদ, জিহাদ এসে বসলো আমার পাশে। ল্যাপটপে কি লিখছি দেখা শুরু করলো। একটু লেখা পড়েই সাথে সাথে জেলামিন কে ডাক দিলো ( জেলামিন নাম শুনে অবাক হওয়ার কিছু নেই এটা তার বাবা-মায়ের দেয়া নাম, আমি বানিয়ে দেইনি, তারা তিন ভাই – রাজিব, আলামিন আর জেলামিন, জেলামিন সর্ব কনিষ্ঠ)

-জেলামিন এদিকে আয় তারাতারি দ্যাখ ‘’নাজমুল যে তার নিয়া পরে গেছে ঐ কথা লিখতেছে শাফিন মামা’’ ।

জেলামিন দৌড়ে এসেই আমাকে বলতেছে-

-শাফিন মামা আপনে এইগুলা ইন্টারনেটে ছাইরা দিবেন, তাইনা ? আমি বুঝছি।

=তুমি কচু বুঝছো ( সবাই হো হো করে হেসে দিলো, খুব মজা পেয়েছে আমি ‘’কচু বুঝছো বলাতে’’)

আবার ঘুরে ফিরে একটা টোষ্ট বিস্কুট খেতে খেতে নিয়াজ এসে হাজির , , ,

- শাফিন মামা তুমি মিথ্যা কথা বলতেছো, আমাকে কার্টুন দেখাবা না আমি বুঝতে পারছি, খালি ঘুরাও তুমি, আমি যাই তুমি লেখো ।

এরকম ইমোশনাল কথা শুনলে পাথরও তো গলে যাবে, নাহ এদের নিয়ে আর পারলাম না !!!!, যাই গিয়ে ব্রডব্যান্ডের লাইন লাগাই । একটু লিখতে পারলাম না আর আজকে। শুভ রাত্রি।

 

 

 

 

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ