আয়-
রাতের চোখে ঘুম মেখে দেই
পথের বুকে পথ এঁকে দেই
গল্প যদি অল্পটি হয়
নদীর বুকে জল ঢেলে দেই।
অথবা চল শুনবো হাসি
মেঘের দেশে পাখির নেশা
ডানায় ডানায় খরের কুটো
থমকে জীবন তিলকপরা
আয়-
তোর কপালে চাঁদ তুলে দেই।
কাঠবিড়ালি আদরখেকো
তোর দূ'চোখে ভাসবে যখন
আসবে গোধুল্ পঙ্খীরাজে
হাজার বিকেল নীল আয়োজন
তার থেকে ঠিক একটু দূরে
একলা ডাহুক তাকিয়ে অবাক
বলব তখন অপার মায়ায়
আয়-
তোর দু'হাতে নীল গুঁজে দেই।
সোডিয়ামের জোছনা কুমার
নগর জুড়ে হাটছে একা
চেনা পথের গন্ধ সোঁদা
সেখানটা তেই তোদের দেখা
দেহের ওম'টা শুদ্ধ ছিল
সময় ছিল পবিত্রতা
ঈশ্বর সে দাঁড়িয়ে ছিল
সৃষ্টি তে যার সব বারতা
আয়-
তোকেও আমি সৃষ্টি শেখাই।
পাহাড় সেতো বন্ধু আমার
শৈশব টা ওদের সাথেই
ওই যে নদী নৌকা সমেত
সেই যে জাড়ুল সবুজ ছায়া
আমিও ছিলাম ওখানটাতেই
আয়-
তোকেও কিছু সবুজ বিলাই।
অঢেল আলোর রাত যদি চাস
কোল জুড়ে তুই ঘুমিয়ে লাজুক
কাটিবো বিলি মেঘের কেশে
শূন্য তে তোর পবিত্র মুখ
জ্বলবে দূরে হিংসুটে চাঁদ
অমন প্রণয় হয় কী করে
রঙের ধনু'র কৌটা খুলে
মিশিয়ে দেবো তোর সিঁদুরে
আয়-
নতুন আরেক গল্প শোনাই।
Thumbnails managed by ThumbPress
৯টি মন্তব্য
নীরা সাদীয়া
বাহ,সুন্দরতো।
আবু জাঈদ
বাহ, ধন্যবাদ তো :p
মৌনতা রিতু
“চাঁদ যদি আলো নিভায়
জোনাকির আলোয় রাতের মুগ্ধ বাতাসে
গায়ে মাখব সু- উষ্ণ প্রেম।
অলস আবেশে ঝিমাব ঘাসের বুকে।
কিন্তু ঐ অলস মেঘের হিংসা বড় !
ভিজাতে চায় আমায়।
আমার এই সুপ্তিতে ডুবে যাওয়া নয়ন,
নয়নের কোনে এক জলের বিন্দু
ভিজাবে এই ঘাসবুক
শিশিরের সাথে মিশে সে একাকার হবে।”
—–মৌনতা রীতু।
বাপরে ! মন্তব্যে শব্দের মালা !
জাঈদ ভাই, কবিতা খুব সুন্দর হইছে আপনার।
আবু জাঈদ
মৌন যখন স্বপ্ন তখন
নতুন কিছু মন্তব্যে
তাক লেগে যাক শব্দমালায়
রিক্ত আমার গন্তব্যে
তারই মাঝে হোক কিছু সঞ্চয়।
আপনার মন্তব্যের উত্তরে মন্তব্য, প্রতি লাইন থেকে প্রথম অক্ষর নিলে আপনার নাম পাবেন। শুভেচ্ছা রইল কবি
আবু জাঈদ
দারুণ মন্তব্যের জন্যে অবশ্যই কুসুম কুসুম শীতের শুভেচ্ছা।
ফারহানা নুসরাত
কবিতাটি গানের মত লাগল। মনে হল সুর দিয়ে দেই। সংগীত শিল্পী অর্ণব এই গানটি গাইলে বেশ মানাবে তার কণ্ঠে। সুন্দর হয়েছে কবিতাটি।
আবু জাঈদ
সুর দিয়ে দিন 🙂
এটা লিরিক হিসেবেই লেখা
নীলাঞ্জনা নীলা
একসময় কবিতার ছন্দ নিয়ে খুব বেশী পড়তাম। আসলে স্বপ্ন ছিলো এমন একটি ছন্দ তৈরী করার, যা আর কেউ করেনি।
কিন্তু স্বপ্নাণুযায়ী কাজ অসমাপ্ত থেকে গেছে।
যাক লিরিক আমায় টানে। সহজ কথায় লিরিক আমি পছন্দ করি।
বেশ লিখেছেন।
আবু জাঈদ
ছন্দ নিয়ে আমিও প্রচুর কাজ করি, এখনো করেই যাচ্ছি। আমার “আর জনমের নীল পোট্রেট” “একটু ঘুম হাজার চুমু” তারই উদাহরণ।
ভাল লাগল আপনার অনুভূতি জেনে 🙂