গন্ধ

মিসু ১৪ জুলাই ২০১৪, সোমবার, ০৮:১৯:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

পৃথিবীতে গন্ধেরও যে কত রকমফের আছে! খাবার দোকানের পাশ দিয়া গেলে মন ভালো করা খিদে জাগানিয়া খাবারের গন্ধ, ফুলের দোকানের পাশ দিয়ে হাঁটলে পাই বিবিধ ফুলের মিষ্টি ককটেল গন্ধ, স্টেশনারি দোকানে ঢুকলে সাবান স্যম্পুর মিশ্রিত ঝাঁঝাল গন্ধ! মসলার দোকানে গেলেই কেমন যেন উপটান উপটান গন্ধ! ফরমালিনের কল্যানে আজকাল আর ফলের দোকানের পাশ দিয়ে গেলে কোন গন্ধে মন উতালা হয়না!!! পারফিউমের দোকানে গেলে হঠাত্‍ দমকা হাওয়ার মত হুড়মুড় করে হাজির হয় অতীতের কোন এক সময়ের অসম্ভব ভালো কাটানো সময়ের গন্ধ!

লোকাল বাসে উঠলে আঁতর, ট্যালকাম পাউডার আর ঘামে মিলেমিশে একাকার হয়ে যাওয়া অদ্ভুত ধরনের এক মাথা ধরা গন্ধ!

গন্ধ নিয়ে লিখতে গিয়ে মনে পড়ল নাটোর শহরে ঢুকতেই চিনিকলের উত্‍কট গন্ধ জানান দেয় গন্তব্যে পৌঁছার খবর, বাস থেখে নেমে রিক্সা নিয়ে একটু এগোলেই আখের গুড়ের গন্ধ! আরেকটু এগোলে গরু ছাগলের চামড়ার বিকট বিভত্‍স গন্ধ!

অনেকদিন পর ছুটিতে বাড়ীতে এলে মায়ের বুকে মুখ গুজলেই পাই তেল হলুদ লবন মেশানো এক আটপৌড়ে কিন্তু ভিষণ মায়াবি মা মা গন্ধ!

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ