গড়াই পাড়ের মেয়ে

কামরুল ইসলাম ৫ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ১১:৪১:৫৪পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

 

এই শহরে বাঁক নিয়েছে,  গড়াই নদি বেয়ে

তারই কুলে স্বপ্ন আঁকে,  কাব্য প্রেমী মেয়ে

ছন্দে ডাকে,  গন্ধ বিলায়,  কঁচি কাচার আসরে

জেগে উঠে ঝরণা ধারা,  ফুল পাখীদের বাসরে

ইচিং বিচিং নৃত্য তোলে,   প্রাণে বাজায় সুর

দোয়েল কোয়েল ময়না শ্যামা,  তার চেয়ে ও সুমধুর

স্বপ্নে আঁকা তুলির আঁচর,  হাসি সর্ষে ফুলে

মৃদু হাওয়ায় মন উড়ে যায়, খোঁপা খোলা চুলে

বটের ছায়ায়,  পরম মায়ায়,  ক্লান্ত দুপুর বেলা

যে ছেলেটি বাঁশির সুরে আপন মনে করে খেলা

তারই ছবি মানস পটে যতনে রাখে গেঁথে

জোছনা রাতে,  হাছনার সুবাসে,  শীতল পাটি পেতে

নদির জলে পাল তুলে,  ভাটিয়ালী গায় মাঝি মাল্লার দল

গড়াইয়ের বুকে চিত্র আঁকে, চোখে তার স্বপ্ন ঝলমল

যতনে গাঁথা মনের কথা ছন্দ তুলে গায়

ধন্ন্যি মেয়ে ধন্ন্যি মেয়ে,  রব উঠেছে পাড়ায় ।

~~~~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ২৯/০৮/১৯

ঢাকা

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ