খোলস

আগুন রঙের শিমুল ২২ জানুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ০৪:৫৯:১২পূর্বাহ্ন কবিতা ৩০ মন্তব্য

নতুন মোড়ক চাই, ঝকঝকে
নতুন মুদ্রার মতো চকচকে
গ্রন্থকীটের দল কুরে খাচ্ছে সমগ্র
সদম্ভে খাচ্ছে অক্ষর, শব্দ, বাক্যকে।

ঝা চকচকে নতুন মোড়ক চাই -
নতুন স্বপ্নের মতো মিহিকুচি।
বাধাই খুলে ঝরে যাচ্ছে একে একে
বিশ্বাস আর অবিশ্বাসের ভীত -
বাড়ছে বাড়ছে হারানোর টান ;
ওয়ার্মহোল বাড়ছে বুকের ভেতর,
যেইখানে রাখা আছে পাশাপাশি
শয়তান
আর পুজোলোভী ইশ্বর।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ