খোকা দ্যাখে ভূতোর দেশে

বোরহানুল ইসলাম লিটন ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার, ০৬:৪৬:১৯পূর্বাহ্ন ছড়া ৯ মন্তব্য

খোকা গেছে ভূতোর দেশে
শিখবে বলে গান,
পৌঁছে দ্যাখে কারোর সেথা
ডান পাশে নেই কান।

দিনে সবাই কম কথা কয়
সুবোধ ছেলের মতো,
দল বেঁধে হয় রাত্রি বেলা
তর্ক বাণে রত।

ঢোল বাঁশি আর কাঁসর বাজায়
কথার তালে তালে,
সখ্যে মাতে এর মাঝে কেউ
থাপড় ছুঁড়ে গালে।

চিল্লানিতে দর যেচে নেয়
গড়ে বিরল জ্ঞাতি,
তালহীনা সুর গর্বে আনে
নিত্তি ডাগর খ্যাতি।

সেখান থেকে ফিরেই খোকা
ভুলছে আপন দিশা,
শুধায় শুধু বল দেখি মা
আসবে কখন নিশা?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ