খোকা ডাক শুনতে ইচ্ছে করে

সঞ্জয় মালাকার ১৬ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১০:০৬:৪৩পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

সুপ্রভাত,,
তোমরা জেগে উঠো
আপন মমতায়,
জীবন্ত শরীরে,শত মানুষের ভীরে,
শুরুটা যেন হয় ভালো মধুর মিলনে!

মা/

খবর'টা পৌছে দিও আমার মায়ের কাছে
আমি ভালো আছি,যেন চিন্তা না করে,
বলে দিও আমি দূরে আছি,শত ব্যস্ততা ধরে
তবু মায়ের মধুর সূরে খোকা ডাক শুনতে ইচ্ছে করে!

তোমরা বলে দিও রাত হারিযে যায় নিদ্রা হীন চোখে
আর ভালো লাগেনা মাকে না দেখে,
তোমরা খবর'টা পৌছে দিও, মা চিন্তায় আছে
বলে দিও আসছি আমি কদিন পরে!

তোমার খবরটা পৌছে দিও মায়ের চরণ ধরে
আমি যে পরাজিত হতো ভাগা ছেলে,
মা তুমি আছ কতদূরে,তুমি এসে দেখা দিও মা আমার স্বপ্ন ঘরে
আমি তোমার পা ধরে চেয়ে নেবো ক্ষমা!
তুমি ক্ষমা করে দিও মাগো,দুদিন পরে হলেও আসছি তোমার ধারে!

খবর'টা পোছে দিও আমার মায়ের কাছে
আমি ভালো আছি,মা যেন চিন্তা না করে,।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ