এখন দিব্যি বেঁচে আছি তোকে ছাড়া ।
অথচ এমন করে কি থাকার কথা ছিলো ?
তোর ভালোবাসা ছাড়া আমি কি করে বাঁচি বল ?
তোকে ছাড়া কি দুঃসহ জীবন আমি কাটাচ্ছি তা কি তুই জানিস ?
ইচ্ছা করে পরম মমতায় তোর চুল আঁচরে দেই !!
তুই যেদিন আমাকে ফেলে চলে গেলি ! মনে আছে তোর ?
কি ভীষণ রকম কেঁদে ছিলাম আমি ।
পাগলের মতো চিৎকার করে কেঁদেছি ।
এখনো উড়োজাহাজের শব্দ শুনে দৌড়ে বারান্দায় গিয়ে দাড়াই ।
আকাশের দিকে তাকিয়ে ভাবি এই বুঝি তুই ফিরে এলি ?
তুই চলে যাবার পর থেকে ক্যামন যেন আনমনা হয়ে থাকি ।
লুকিয়ে লুকিয়ে কাঁদি !
বুকের মাঝে শুধু হাহাকারের ঝড় !
মাঝে মাঝে সারারাত ঘুমুতে পারিনা ।
এপাশ ওপাশ করি । ভাবনা গুলো জট পাকিয়ে যায় ।
ভাবনা গুলোকে খুলে খুলে আলাদা করি
খা খা বুকটা নিয়ে কবিতা লিখতে থাকি ! এলোমেলো কবিতা ।
এলোমেলো ঘরদোর ! বিছানা বালিশ বই গুলো সব এলোমেলো !
টেবিলের উপরে ধুলোর আবরন !!
তুই চলে যাবার পর থেকে....
এক বীভৎস রকম শূন্যতা আমাকে ঘিরে থাকে !
মাঝে মাঝে ভাবি এই শূন্যতা কি আমার সাথে কবর অবধি যাবে ?
মাঝে মাঝে তোর স্পর্শ পেতে আকুল হই ।
এ্যালবামে রাখা তোর ছবি গুলোকে স্পর্শ করি ।
আমার দীর্ঘশ্বাস , আর্তনাদ ঘরের চার দেয়ালের ভীতর ধাক্কা খেয়ে
আবার আমার কাছেই ফিরে আসে ।
আমার চোখের জল নদী হয়ে বিছানার উপরে ছড়িয়ে থাকা,
তোর ছবি গুলোকে ভিজিয়ে দেয় ! ভাসিয়ে দেয় !
এখন বড় একা হয়ে গেছিরে আমি !
তুই যদি কোনোদিন ফিরে আসিস !
এই অপেক্ষায় কাটিয়ে দেই সকাল , দুপুর , সন্ধ্যা বেলা !
Thumbnails managed by ThumbPress
৬টি মন্তব্য
বনলতা সেন
খোকন সোনার জন্য হাহাকার , একজন মায়ের কান্না ভালো ভাবেই ফুটে উঠেছে কবিতায়। ভালো থাকুক খোকন সোনা। ফিরে আসুক মায়ের কোলে।
সুলতানা সোনিয়া
ধন্যবাদ বনলতা, ভালো থাকুন।
জবরুল আলম সুমন
চমৎকার লিখেছো… তোমার এই কবিতা আগেও পড়েছি বলে মনে হচ্ছে… ব্লগে স্বাগতম। শুভ ব্লগিং… 🙂
সুলতানা সোনিয়া
হুম , এটা আগে ফেবু এবং সামু তে দিয়েছিলাম। ভালো থেকো।
জিসান শা ইকরাম
অনেক সুন্দর লেখা । এমন খোকন জন্য ভালবাসা সব সময়ের জন্য।
সুরাইয়া পারভীন
সন্তানের জন্য একজন মায়ের হাহাকার
চমৎকার ভাবে তুলে ধরেছেন
দারুণ লিখেছেন কবিতাটি