খোঁজ

ফাহাদ মিয়া ২৪ মে ২০২১, সোমবার, ১০:৩৯:১৮অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

আমি যখন হারিয়ে গেলাম হারিয়ে যাওয়ার বনে,
কেউ নেয়নি খোঁজ আমার,কেউ রাখেনি মনে।

নিয়ম করে একটুখানি যে আসতো রোজ,
অনেকদিন হয়ে গেলেও সে নেয়না খোঁজ!

পথের ধারে গোলাপ গাছে একটি গোলাপ ফুল,
খোঁজ নেয়না একটুখানি,করে মনের ভুল।

বেওয়ারিশ কুকুর ছিলো,ছিলো আরো বিড়াল,
তারাও কবে হারিয়ে গেলো,হয়ে চোখের আড়াল।

সারাদিনের মন খারাপে যাকে খুঁজি রোজ,
সেও এখন বড্ড সুখী,নেয়না কোনো খোঁজ।

যার পাশে ছিলাম আমি ছায়ার মতো হয়ে,
আমার খোঁজ নিতে এখন, তার গেছে  বয়ে।

চায়ের কাপে যাদের সাথে গল্প খুবই হতো,
তারাও এখন ব্যস্ত ভীষণ, খোঁজ নেয়না তত।

যার জন্য একাকিত্ব বুকে পুষে থাকি,
পাশে থেকেও বহুদূরে,দুঃখ কোথায় রাখি?

নীল আকাশে মেঘগুলোর মন খারাপ হলে,
রোদও তখন ভেংচি কাটে নানান সুর তুলে!

আশেপাশে হাজার মানুষ, আমার মানুষ কই?
মনটা বুঝার মানুষ ছাড়া কেমনে আমি রই?

কত কথা কবো বলে দিন চলে যায়,
বিশ্বাসঘাতকের যুগে কাউকে বিশ্বাস করাই দায়।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ