খোঁজ

ফজলে রাব্বী সোয়েব ৩১ জানুয়ারি ২০২০, শুক্রবার, ১০:১৯:১৫অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

পুড়তে পুড়তে কয়লা হয়ে যাওয়া মানুষ
খুব কমই দেখেছি।
জানি না এত পোড়ার পরও খাঁটি হওয়া
যায় কিনা! কিংবা খাঁটি হওয়ার জন্যও
পোড়ার কোন প্রয়োজন আছে কিনা!

নশ্বর এই জীবনটায় দেখা হয়েছে
অনেক কিছু, বোঝাও হয়েছে অনেক।
ভালোর সংজ্ঞা, মন্দের সংজ্ঞা খুঁজতে
গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছি অনেক।
সংজ্ঞার সঙ্গে মিল নেই কোন কিছুর!

হতচ্ছাড়া আমি তারপরও মিলিয়ে যাব
সংজ্ঞার সাথে ভাল মানুষের,
হয়তোবা পাব, হয়তোবা না।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ