“খেলা চলছে হরদম”

শামীম চৌধুরী ২৯ জুলাই ২০২০, বুধবার, ০৪:৩৫:৩৪অপরাহ্ন ছড়া ২২ মন্তব্য

অনলাইনে শপিং
পণ্য কিনলে
করতে হবে
ইনবক্সে বুকিং।

পণ্য সাঁজায় বাহারী
বিজ্ঞাপন দেয় চটকদারী
ক্রেতারা ছবি দেখে
হুমড়ি খেয়ে পড়ে।

দেশে অনেক শপিং মল
নেই তাদের দোকান ঘর
ঘরে বসে তারা সবে
ফেসবুকে ক্রেতা খুঁজে।

মানুষ যখন হাহাকারে
বৈশ্বিক এই করোনাকালে
মাস্ক, গ্লভস ফেস শিল্ড
সবকিছুই তাদের সলিড।

দুধ,মাছ,গহনা শাড়ি
আরো আছে মিষ্টির হাঁড়ি
সুঁই থেকে শুরু করে
সবই পাবে এক ক্লিকে

অর্ডার নিবে ইনবক্সে
কিনবে শ্যাম বাজারে
ধরিয়ে দিবে কুরিয়ারে
পৌঁছে যাবে ঘরে ঘরে।

মানুষ কিনে মাস্ক
জীবন বাঁচবে বলে
তারা বানায় ঘরে
রঙ্গীন কাপড় দিয়ে
তিন লেয়ার করে।

নিম্ন মানের পণ্য
সবাই কিনে ধন্য
ফায়দা নেয় যারা
ধরা দেয় না তারা।

একই মাল ভিন্ন দাম
চলছে খেলা হরদম
অনলাইনে বাটপারী
নেই কোন তদারকি।

ভাবিয়া করিও কাজ
করিয়া ভাবিও না
অনলাইনে পণ্য কিনে
ধরা কেউ খেও না।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ