খুন তাল

ভোরের শিশির ২৪ জানুয়ারি ২০১৫, শনিবার, ০২:১৫:১৩পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য

ধুম লেগেছে; গুম হয়েছে,
খুব বেড়েছে বোমাবাজ;
পুড়ছে মানুষ, পোড়ায় মানুষ,
ঘুম হচ্ছে আরামে।

ধুম লেগেছে; খুন হয়েছে,
খুব বেড়েছে চাপাবাজি;
গাড়ি ভেঙ্গেছে, ঘর পুড়েছে,
খাওয়া হচ্ছে আরামে।

ধুম লেগেছে; ধুন লেগেছে,
খুব বেড়েছে সন্ত্রাসী,
বিবেক পুড়েছে, কিনছে মানুষ,
গণতন্ত্রের ব্যারামে।

খুব লেগেছে; অফ হয়েছে,
খুব থেমেছে প্রেমালাপ;
এপস্‌ বন্ধ, সব অন্ধ,
বিবেক বুদ্ধি সর্বস্বান্ত।

খুব হয়েছে; বাড় বেড়েছে,
খুব হয়েছে রাজকাজ;
আমিও মানুষ, তুমিও মানুষ
গর্ভেই গণতন্ত্র; লাশ।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ