খুনোখুনি

হালিম নজরুল ২৩ মার্চ ২০২০, সোমবার, ১১:১৩:৪৬পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

ভালবাসাবিনে রাত্রি ও দিনে
খুন হয় কত লোক,
ভালবাসা-প্রেমে অন্তর ফ্রেমে
খুন হয় শত শোক।
খুনরাঙা পথে ভালবাসা রথে
পৃথিবী পদ্যময়,
আমি খুনে রাজী ধরি তাই বাজী
তুমি কেন রাজী নয়!
এসো ছিপ ফেলি খুনোখুনি খেলি
আমাতেই-তোমাতেই,
শিল্পীত খুন-শিহরিত খুন
ইতিহাসে যাহা নেই।
শুধু ভালবাসো,খুন করি আসো
মনে আছে যত পাপ,
সততার ভরে পৃথিবীর পরে
কমে যাবে উত্তাপ।
এসো প্রিয়া তবে খুন হোক সবে
মনের প্রতিটি ঠোঁটে,
যেই খুনে হায় অমাবশ্যায়
পূর্ণিমা জেগে ওঠে।
--------------------------------------------------

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ