খুকুমনির নাচ

হালিম নজরুল ১৫ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ১০:৫৫:১৮অপরাহ্ন ছড়া ২৩ মন্তব্য

 

তা তা থৈ থৈ

খুকু গেল কই

সারাপাড়া কাঁদে যেন

করে হইচই।

 

থৈ থৈ তা

রং করা গাঁ

ফুল পাখি নদীমাখা

তুলতুলে পা।

 

তা থৈ তা থৈ

খুকু নাচে ঐ

সাথে নাচে মিউমিউ

পায়রার সই

চোখ পেতে রই

আহা চোখ পেতে রই।

 

তা তা ধিন তা

ময়ুরের ছা'

খুকুদের সাথে সাথে

মিল রাখে পা।

 

তা ধিন তা ধিন

জীবনের বীন

বেজে ওঠে স্বপ্নেতে

হোক না রঙিন।

 

ধিন তাক তাক

গ্লানি মুছে যাক

মানুষের মত খুকু

মানুষ হয়ে যাক।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ