দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!
হেলায় জনম বৃথা যাবে
হারবে শেষে পণ –
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!

গড়িস নে তুই মনের কোণে
তার তরে রে ঘর,
মাপলো না যে একবারও তোর
গহর কানার জ্বর।
নরম বিছান না জেনে কার
অলীক স্বপন দেখিস নে আর
ভেবে পরম ধন –
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!

আকুল আশা মনটারে তোর
বাঁধলে কভু কষে,
কে দিলো এই সাধের পরাণ
ভাব নিরালায় বসে।
খেলিস নে তুই মোহের পাশা
শখ হবে রে সর্বনাশা
সেজে প্রভঞ্জন –
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৩৭৪জন ২৩০জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ