খুঁজে ফিরি

শিরিন হক ৩ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ০৮:৫৫:৫৩পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

 

কোনো এক গোধুলী বেলায়
একঝাঁক বুনোহাঁস উড়ে যায় দূরে
কোন এক বুনোহাঁস
একটি পালক রেখে যায় চলে...

কোনো এক দিন
কোজাগরি চাঁদ পৃথিবীকে প্লাবিত করে মোহময় করে দেয়
আকাশের একরাশ নীল আল্পনা এঁকে দেয় চোখের তারায়।
দুর থেকে ভেসে আসা শিউলি সুবাস
পূর্ণিমা রাতে চাঁদের আলো সিঁড়ি বেয়ে সমুদ্রে মিশে যায়...

কোনো একদিন
সবুজ ঘাসের প'রে শিশির জল
গাঁয়ের বধু ঘোমটা টেনে পুকুর ঘাটে
বাজায় বাঁশি রাখাল বালক
সন্ধ্যে হলে কৃষাণ ফিরে আপণ গৃহে...

কোনো একদিন
নবান্নের উৎসবে পিঠের সমারোহ
খই আর মুড়ি নাড়কেল ঝুড়ি
পায়েস নিয়ে মাতোয়ারা।
শীতের আমেজ সন্ধ্যে বেলা খড়কুটো পুড়ে তা দেয়া...

কোন একদিন
বর্ষণ মুখর ক্ষনে বিষণ্ণ বিকেলে
আয়োজন কত ...খেলবার মত আছে আর কী..
পাঁচ গুটি, লুডো, আড্ডা গল্পের বই যতো...

একদিন হারিয়ে ফেলেছি সেই কবে
চাওয়া পাওয়ার হিসেব কষি
আজ একলা বিহানবেলা।

4 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress