খুঁজে নিও আমায়

রেজিনা আহমেদ ১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, ১১:৫৬:৪২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

চিনতে পারছো আমায়??

আমি সেই কষ্টের ফেরিওয়ালা

সুখদিয়ে কষ্ট কিনি..রাস্তায় ঘুরে ঘুরে অনেক কষ্ট উপহার পেয়েছি...মনে পড়ে সেই দিনগুলো ছিলো কতো সুন্দর, কতো মায়াবী, আর তুমি ছিলে আমার গানে মুগ্ধ.. সেই সুর কাঁদে আছি আমার প্রাণে.. আজ আর সেই মধুর মিলন নেই, কোথাও নেই, দূর-দূরান্তে তার অস্তিত্ব মিশে গেছে,

তারপর ভাবি ভালবাসি বলেই যে তোমাকে নিজের মতন করে পেতে হবে তা তো নয়, থাকুক না, কিছু না পাওয়া ভালোবাসা শুধুমাত্র হৃদয়ে বন্দী.. আমিতো নিজের কষ্টকে হাসির আড়ালে চাপা দিতে শিখে গেছি..

বুকে জমাট বাধা অভিমান, কি নিঠুর এই নিয়তির বিধান
বুঝে নিও তুমি এই আমাকে
আর একবার হারিয়ে যাওয়ার আগে খুজে নিও আমায়
চিনতে কি পারছো আমাকে? আমি সেই কষ্টের ফেরিওয়ালা
মনে হচ্ছে পরিপূর্ণ ভাবে জীবনকে জেনে গেছি, যেনো জীবনের মানে আজ অর্থহীন . অর্ধমৃত মানুষ আমি, জীবন থেকে চাই মুক্তি।।
আমার মুক্তিতে তোমার ইচ্ছে গুলো ডানা মেলুক আকাশে
তাও আরেকবার বলি, হারিয়ে যাওয়ার আগে খুঁজে নিও আমায়, আমার অস্তিত্বকে।

রিজু,কলকাতা

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ