খবর

আলমগীর সরকার লিটন ৩০ নভেম্বর ২০২০, সোমবার, ১১:১৭:২৫পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

দেহ থাকে ঘুমিয়ে- স্বপ্ন দেখে চোখ
অনুভবে কান্নার জোয়ার উঠে নদ!
গোলাপের গায়ে আফসোস ফোটা-
আর কত কৃষ্ণচূড়া যায় রাঙিয়ে
সরিষা ফুলে ধানশালিকের বাসর
ফেসকুল্লে প্রতিবাদি ঠোঁটের দেয় কামর;

ভোর সকালে কাক ডাকে ক- কা
এই হলো প্রেমের রীতি-পূর্ণিমাতে কথা;
ফাল্গুনে জলপাই ডালে গান গায় কোকিল-
ইটভাটা মাটির বুকে জ্বলে আগুন- তবুও
শোবে সাতেক বয়ে যায়-চোখ জোড়া স্বপ্ন
বাতাসে প্রতিধ্বনি ভাসে না ঘুমপারানি খবর।

১৫ অগ্রহায়ণ ১৪২৬, ৩০ নভেম্বর ২০
----------------------------------------

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ