ক কাব্য

মুহাম্মদ শামসুল ইকরাম পিরু ৬ জুলাই ২০১৪, রবিবার, ১২:৫২:৩৯পূর্বাহ্ন কবিতা ৪৭ মন্তব্য


কলিকাতার কবিভাবাপন্ন, কাব্যানুরাগী কানাই কর্মকারের কাজলাঞ্জন কনিষ্ঠা কন্যা কামিনী কর্মকার,
কপাল কুঞ্চিত করিয়া, কঙ্কন কচলাইয়া, কাকা কেদার কর্মকারকে কানে কানে কোমল কন্ঠে কহিলো,
কাকা কুঞ্জে কৃষ্ণ-কালো কোকিল কাকুতি করিতে করিতে কুহু কুহু করিলেও কলিকাতার কতিপয় কালো কাক,
কোকাইতে-কোকাইতে কোন কারণে কুলক্ষনে কা-কা করে?
কোন কালের কাকেরা কা-কা করিয়া কাকে কাকা কহিতেছে?
কুহেলী কাকেদের কাকা কে?
কটুভাষী, কৃপণ কেদার কাকা কটাক্ষে কটমট করিয়া কহিলেন- কন্যা, কপাল কুঞ্চিত করিতেছো কেনো?
কোকিল কুহু কুহু করিলে, কাকও কা-কা করিবে,
কেনোনা কা-কা করাই কাকের কাজ, কাজেই কাক কা-কা করে।
ক্লিষ্ট কাকের কপালে কা-কা করাই কঠিন কর্তব্য।
কাকেদের কাকা কোনো কালেই কেহ না।

এই চমকপ্রদ কবিতাটি কার লেখা জানিনা । একটি সময়ে অন্য একটি ব্লগে ব্লগিং করেছি বেশ কিছুদিন । আমার একটি পোষ্টে এই কাব্যটি মন্তব্যের আকারে দিয়েছিলেন , ঐ ব্লগের প্রাক্তন ব্লগার দু পেয়ে গাধ । হঠাত এই কাব্যের কথা মনে পরে গেলো । সোনেলায় শেয়ার দেয়ার ইচ্ছে । কিছুতেই খুঁজে পেলাম না এটি । প্রিয় ব্লগার দু পেয়ে গাধ ভাইকে ফেইসবুকে জিজ্ঞেস করতেই , মুহুর্তের মধ্যেই দিয়ে দিলেন এটি আবার । এত দ্রুততার সাথে উনি লেখা খুঁজে পান কিভাবে ?

কাব্যের লেখক :  নাম অজানা
কাব্যের প্রেরক : জুপিটার জয় প্রকাশ

0 Shares

৪৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ