কয়েকটি প্রবচন

অপার্থিব ৭ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১০:৪১:৪৯অপরাহ্ন অন্যান্য ৩৪ মন্তব্য

১) আমাদের দেশে ফেসবুক জনপ্রিয় হবার অন্যতম প্রধান কারণটি কি জানেন ? ফেসবুক আমাদের ভার্চুয়াল হিরোইজমের স্বাদ দেয়। আপনি বাসায় বউ পিটিয়েও ফেসবুকে ষ্ট্যাটাস দিতে পারেন - নববর্ষে নারী লাঞ্জনার বিচার চাই।

২) আমাদের দেশের মেয়েদের মাঝে প্রবল জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছে। এক কালে তারা "মেরি মি আফ্রিদী" লেখা প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে যেত, এখন তারা "মেরি মি তাসকীন" লেখে।

৩) বিয়ের পরে বাঙ্গালী পুরুষের প্রথম রোমান্টিক ফ্যান্টাসিটা শুরু হয় শ্যালিকাকে দিয়ে আর স্ত্রী হচ্ছে তাদের কাছে বিয়ের আগের ফ্যান্টাসি।

৪) বাংলাদেশ একটি পারফেক্ট গণতান্ত্রিক দেশ। এখানে নেতাদের মৃত্যুর পরও জানাযায় অংশ গ্রহণকারীদের সংখ্যা দিয়ে জনপ্রিয়তা মাপা হয় ।

৫) রাজাকারদের সবচেয়ে বড় শক্তি একতা, মুক্তি যোদ্ধাদের সবচেয়ে বড় শক্তি আবেগ। রাজাকারেরা আবেগহীন, মুক্তিযোদ্ধারা ঐক্যহীন।

৬) ভন্ডদের ভন্ডামো গোপন করার সবচেয়ে কার্যকর অস্ত্রটি হল কবি পরিচয় ।

৭) বাঙ্গালী খবর সচেতন জাতি তাইতো এদেশে ইদানীং ব্রেকিং নিউজের অভাব নেই। আজকাল "রুমমেট চাই " লেখা বিজ্ঞাপনের উপরেও লেখা থাকে ব্রেকিং নিউজ।

৮) আগে বিপ্লব হত রাজপথে, এখন হয় ফেসবুকে। ভাগ্যিস চে, লেনিন, মাও সেতুংরা এই প্রজন্মে জন্মায় নি।

৯) আপনি কি দ্রুততম সময়ে নারীবাদী হওয়ার উপায় খুঁজছেন? ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে কোন নগ্ন বক্ষা তরুণীর ছবি সেট করে ফেলুন। বড় জোর কয়েক সেকেন্ডের ব্যাপার।

১০) ছেঁড়া কাঁথাটিকে আবার ছেঁড়ার জন্য উপযুক্ত করে তোলার নাম প্রকৌশল বিদ্যা।

১১) আকাশের চাঁদ চিরকালই প্রেমিক এবং এক শ্রেণীর ধার্মিক উভয় প্রজাতির মানুষকে আকর্ষণ করেছে তবে পার্থক্য হল প্রেমিকেরা চাঁদের দিকে তাকিয়ে খুঁজেছে তাদের হারানো প্রেমিকাকে, বড়জোর লেখার চেষ্টা করেছে কিছু ব্যর্থ কবিতা আর ধার্মিকেরা খুঁজেছে ধর্মের নিদর্শন কিংবা ধর্মগুরুদের অপূর্ব মুখশ্রী।

১২) এদেশে সফল রাজনীতিবিদ হওয়ার প্রধানতম গুণটি হল আপোষহীনতা, সকল ন্যায় বহির্ভূত কাজের প্রতি আপোষহীনতা।

১৩) এদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রতিটি তরুণের কাছে জীবনের অভীষ্ট লক্ষ্য হল উচ্চ শিক্ষার নামে বিদেশে পার্মানেন্ট সেটেলমেন্ট, রোমান্টিক ফ্যান্টাসী হল সাদা চামড়ার কোন ভিনদেশীর সাথে প্রেম । খাবার থেকে পোশাক, সিনেমা থেকে পর্ণ সবকিছুতেই এদের পছন্দ ভিনদেশী। তবে এদের দেশপ্রেম নিয়ে আমার কোন সন্দেহ নেই কারণ এরা বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করে।

১৪) ব্লগার হচ্ছে সেই সব অদ্ভুত প্রানী যারা চিৎকার করে অনেক কথাই বলে কিন্ত সমাজ সেটা শোনে না কিংবা সমাজ যেটা শুনতে চায় সেটা তারা কখনোই বলে না।

(হুমায়ুন আজাদের প্রবচন আমার খুব প্রিয়। তার লেখা থেকে অনুপ্রাণিত হয়ে খানিকটা চেষ্টা করলাম। )

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ