ক্ষুধা ও মৃত্যু

মোহাম্মদ আলী ৩০ জুন ২০২০, মঙ্গলবার, ০৫:৫৯:০৭অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

পরম স্বপ্ন ভয়ানক মৃত্যু ও ক্ষুধা। জলাভূমির—- কোলে আঁকড়ে ধরেছে প্রজাপতির রঙ্গিন পাখা!
ধারাপাতের পৃষ্ঠায় ক্ষুধার্ত জাতি এসে গেছে তোমার হৃৎপিণ্ডের কাছাকাছি। হয়তো বা হাত খানেক দূরে।

বৃক্ষ মরে দাঁড়িয়ে
পশু মরে ঠাস করে পরে কাত হয়ে।
লাশ চিত হয়ে শুয়ে—- থাকে
বেলুনের মৃত্যু ঠুস করে।

মিহিচোখ ডালপালায় আঁকড়ে ধরেছে চঞ্চল সবুজ। সমুদ্রফেনায় বিশ্ব কে মাতিয়ে নিয়েছে নোবেল করোনা।মানব ছুটছে খাদ্যের জন্য।

গোপন আত্মা গোপন মৃত্যুর ভয়ানক নিঃসঙ্গ আত্মগোপন করে পলায়নমুখী এক বিশ্ব।
যাত্রারেখা অস্পর্শ গন্তব্য।

কোথাও ক্ষুধা
কোথাও মৃত্যু
কোথাও লাশ
কোথাও কেউ নেই
অথচ অনেকেই দিব্বি হেটে চলছে শালিকের শাবকের মতো।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ