ক্ষমা

জাহাঙ্গীর আলম অপূর্ব ১১ এপ্রিল ২০২১, রবিবার, ০১:৩৭:৫২অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

হে মোর শুভাকাঙ্ক্ষী,

যদি পার তো ক্ষমা কর,

নইলে তোমার স্মৃতির ডায়েরির ভগ্ন পৃষ্ঠায় বন্দী করে রেখে,

তাহলে কোনো ক্ষমা চাইব না।

যদি আমায় ক্ষমা না কর,

তাহলে আমি মনে করব আমায় তুমি আজন্ম মনে রাখতে চাও,

তার জন্য আর দ্বিতীয় বার ক্ষমা চাইব না।

রচনাকালঃ

১০/০৪/২০২১

৪৯১জন ৪৩৫জন
9 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ