ক্ষত-বিক্ষত

সঞ্জয় মালাকার ২৫ অক্টোবর ২০২০, রবিবার, ১০:১৬:১১অপরাহ্ন এদেশ ১২ মন্তব্য
  • সত্যিই কি এতটাই খারাপ ?
  • বাস্তবতা কি এতটাই অপ্রত্যাশিত ? 
  • নারীর স্বাধীনতায় কেনো এতো কলঙ্ক ? 
  • পুরুষ কি শুধুই ধর্ষক ? 

 

  • ক্ষত বিক্ষত,, 
  • তুমি ক্ষত বিক্ষত-
  •  তুমি নিজ স্বাধীনতা থেকে বঞ্চিত, 
  • তুমি লাঞ্ছিত প্রতি মুহূর্ত! 
  • তুমি উদার গণতন্ত্রের এই বাংলায়
  • ধর্ষক,ধর্ষন 
  • নিউজ হেডলাইন শিরোনামের পাতায়,
  • নিঃশব্দে কন্যা, মা, মাটির বুক বাসায়! 
  • তুমি কন্যা, 
  • কলির উষ্ণ ছোয়ায় তোমাকে মনায় না,   
  • হিংস্র কুকুরের থাবায় ক্ষত-বিক্ষত স্বাধীন বাংলায়! 
  • সংস্কৃতির উদার ভূমিতে গণতন্ত্র অন্ধ আইনে , 
  • সকল তন্ত্রে মন্ত্রে নারীকে কেনো কাঁদায়! 
  • আমি ধর্ষক হই পর্দার আড়ালে,
  • আমি শাসক হই সারাক্ষণ অস্থির আচরণে!  
  • সঞ্জয় মালাকার //
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ