- সত্যিই কি এতটাই খারাপ ?
- বাস্তবতা কি এতটাই অপ্রত্যাশিত ?
- নারীর স্বাধীনতায় কেনো এতো কলঙ্ক ?
- পুরুষ কি শুধুই ধর্ষক ?
- ক্ষত বিক্ষত,,
- তুমি ক্ষত বিক্ষত-
- তুমি নিজ স্বাধীনতা থেকে বঞ্চিত,
- তুমি লাঞ্ছিত প্রতি মুহূর্ত!
- তুমি উদার গণতন্ত্রের এই বাংলায়
- ধর্ষক,ধর্ষন
- নিউজ হেডলাইন শিরোনামের পাতায়,
- নিঃশব্দে কন্যা, মা, মাটির বুক বাসায়!
- তুমি কন্যা,
- কলির উষ্ণ ছোয়ায় তোমাকে মনায় না,
- হিংস্র কুকুরের থাবায় ক্ষত-বিক্ষত স্বাধীন বাংলায়!
- সংস্কৃতির উদার ভূমিতে গণতন্ত্র অন্ধ আইনে ,
- সকল তন্ত্রে মন্ত্রে নারীকে কেনো কাঁদায়!
- আমি ধর্ষক হই পর্দার আড়ালে,
- আমি শাসক হই সারাক্ষণ অস্থির আচরণে!
- সঞ্জয় মালাকার //
১২টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
তুমি কন্যা, কলির উষ্ণ ছোয়ায় তোমাকে মানায় না,
হিংস্র কুকুরের থাবায় ক্ষত-বিক্ষত স্বাধীন বাংলায়!
ধর্ষক তুমি যেই হও মৃত্যুদন্ড সুনিশ্চিত প্রিয় বাংলায়।
ভাল থাকবেন। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা,
আপনার সাথে একমত –
ধর্ষক তুমি যেই হও মৃত্যুদন্ড সুনিশ্চিত প্রিয় বাংলায়।
আপনিও ভাল থাকবেন। শুভ কামনা।
মহা নবমীর প্রীতি ও শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই কি এতোটাই খারাপ?? প্রশ্নটা আমারও। খবরের পাতার শিরোনাম ভরে উঠে এসব নোংরা, অন্যায় , অত্যাচারে। দারুন লিখেছেন দাদা । অনেক অনেক দিন পর আপনার লেখা পড়লাম। মহা নবমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি, কৃতজ্ঞতা হস মন্তব্যে মুগ্ধতা,
আপনাকেও মাহা নবমীর প্রীতি ও শুভেচ্ছা ।
আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা,ভালো থাকবেন সব সময়।
শান্ত চৌধুরী
কলির উষ্ণ ছোয়ায় তোমাকে মনায় না,
হিংস্র কুকুরের থাবায় ক্ষত-বিক্ষত স্বাধীন বাংলায়!
অসাধারণ লিখা
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ প্রিয় দাদা, কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
ভালো থাকবেনা সব সময় শুভ কামনা ।
শামীম চৌধুরী
আমি শাসক হই সারাক্ষণ অস্থির আচরণে!
এটাই বাস্তবতা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, ভালো থাকবেন সব সময় ।
আরজু মুক্তা
হিংস্রতা রন্ধে রন্ধে
সঞ্জয় মালাকার
হু, সত্যি,
ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা ও মুগ্ধতা, ভালো থাকবেন সব সময়।
উর্বশী
সময়পোযোগী এক প্রতিবাদী লেখা।খুব ভাল লিখেছেন।শুভেচ্ছা রইলো। ভাল থাকুন।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ আপনাকে আপু, কৃতজ্ঞতা ও মুগ্ধতা , আপনি ভালো থাকবেন সবসময় শুভ কামনা।