ক্লান্ত এপিটাফ

বোকা মানুষ ১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার, ১১:৪৫:১৪অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

গ্রীল চুঁইয়ে ঝরতে থাকে ক্লান্ত ফোঁটারা,
নিঃসঙ্গ ল্যাম্পপোস্ট ভিজে যায়- অথর্ব প্রেমিক যেন।
জল খুঁড়ে চলে বৃক্ষের প্রাচীণ শেকড়,
বৃষ্টির কাফনে মুড়ে যায় ঘুমন্ত মৃতের শোক!
এক জোড়া অন্ধ চোখ জমা হয় রাতের খাতায়।
জীর্ণ চৌকাঠের ওপারে শুধুই শূন্যতা,
প্রেমের মতো কবোষ্ণ বসে থাকে বিরান খাটে।
দূর থেকে ভেসে আসে বাঁধের পরাজয়
অবসন্ন হ্যারিকেনের কাঁচে কবিতার কালি জমে,
নিষিদ্ধ ইশতেহার লেখা হয় পালঙ্কে, চাদরে।

একটা চন্দ্রমল্লিকা একা পাঠ করে বিরহী এপিটাফ।
অতঃপর, হাই তুলে ঘুমুতে যায় নিস্পৃহ মেঘেরা...!

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ