ক্রিকেট প্রসঙ্গঃ

রাসেল হাসান ১৬ মার্চ ২০১৪, রবিবার, ১২:৫২:০৭অপরাহ্ন খেলাধুলা ১২ মন্তব্য

ক্রিকেট খেলাটা আরো প্রসারিত করতে হবে! পৃথিবীর সব খেলাধুলাতেই সময়ের সাথে সাথে এসেছে ব্যাপক পরিবর্তন।

এগুলো দেখলেই বোঝা যায়। কি ফুটবল? কি ব্যাডমিন্টন? কি বা হকি?
যে খেলায় হোক না কেন , সময়ের সাথে সাথে সব কিছুতে
পরিবর্তন সহ এসেছে নতুনত্বের ছোঁয়া! এজন্য এসব খেলাধুলা অনেক
আগে থেকেই তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে।

আর ক্রিকেট? ক্রিকেট পৃথিবীতে কতজন মানুষ চেনে? অনেক দেশে এই ক্রিকেট জিনিস টা কি? এটা তাঁরা এখনো পর্যন্ত জানেই না!

কিংবা শুনেই নাই। এর পেছনে অবশ্যই আইসিসিই দায়ী!

তাঁরা চাইলে ক্রিকেট কে সারা বিশ্বে জনপ্রিয় করে তুলতে পারতো।
১০০ বছর আগেও ক্রিকেট যেমন ছিলো আজো ক্রিকেটের অবস্থা
ঠিক তেমনই আছে! কোন পরিবর্তন নাই!
সব নিয়ম ভেঙ্গে নতুনত্বের ছোঁয়া আনতে হবে ক্রিকেটে তবেই
জনপ্রিয় হবে ক্রিকেট সারা বিশ্বে। একটা গণ্ডির ভেতর তাঁরা
বন্দী হয়ে আছে সেই আদি আমল থেকেই। এই গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে।

ক্রিকেট শুধু মাত্র ৮/১০ টিমের খেলা হতে পারেনা!
অন্যান্য নতুন দলদেরও বেশী বেশী খেলার সুযোগ তৈরি করে দিতে হবে।
আম্পায়ারিং সিস্টেমে পরিবর্তন আনতে হবে!

আম্পায়ারের ভুল সিদ্ধান্ত গুলো ছোট ছোট দল গুলোর বিরুদ্ধেই বেশী হয়ে আসছে এটা অনেক দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে!
এক ভুল বার বার হলে সেটা ভুল ধরাও ঠিক হবেনা।

এটা ২ নম্বরীর লক্ষন! থার্ড আম্পায়ারের হাতে এলবি ডব্লিউ সহ ক্লোজ আউটিং এর ডিসিশন গুলো তুলে দিতে হবে!
এখনই সময় এসেছে এসব কিছুর পরিবর্তন আনার।
আর কত ভুল সিদ্ধান্ত সহ্য করা যায়??

এভাবে ভুল সিদ্ধান্ত দিতে থাকলে ছোট দল গুলো কোনদিন উপরে উঠতে পারবেনা!

আর সারা জীবন রাজত্ব চালাবে অস্ট্রেলিয়া, ভারতের মত দলগুলো!
এখনই সময় গণ্ডি থেকে বের হয়ে আসার!
এখনই সময় নতুন দেশ গুলোকে জায়গা করে দেয়ার!
এখনই সময় ওল্ড সিস্টেমের পরিবর্তন ঘটানোর! তবেই ক্রিকেট, বিশ্ব জয় করতে সক্ষম হবে!

টাইগার্সদের জন্য শুভ কামনা! আজকের খেলায় জেতাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ! "বেস্ট অফ লাক টাইগার্স"

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ