ক্যাপশন ছাড়া

শিরিন হক ৮ জুলাই ২০২০, বুধবার, ০৯:০৫:২৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

কবিতা বা অন্য লিখে কিছু তাকে না দেখালে পেটের ভাত হজম হয়না যেনো।  লিখেই পাঠিয়ে দিলাম দ্যাখো তো-

আমাদের খুনসুটি-

শিরিন হক#

চুলবুল খুনসুটি করে যাবো দু'জনে ।
দিনশেষে আমাদের কাব্যেরা জাগবে,
একদিন আমাকে
ভেবেভেবে তুমি বুঝি কাঁদবে?
থাক পরে যতসব ভাবনার কাব্য!
এভাবেই  তুমি আমি
মুখমুখি বসে থাকবো।

#অদ্ভুত!!
-মানে

#তুমি কি করে লিখো এমন করে।
- সমালোচনা চাই

#আমি দেখতে চাই প্রেমের কবিতা। যেখানে সবটুকু প্রেম থাকবে। চুলবুল ঠুনাঠুনি থাকবেনা।
- পারবোনা।চাইলে-ই লিখতে পারিনা।মনে যা আসে তাই লিখি।

#ভালোবাসা কি?
- এই চারটে রুম -একটা বারান্দা- বিছানাপত্র ব্লা-ব্লা ব্লা....সাথে বাথরুম।

#হা হা হা
--রাজনীতি,ধর্ম আর ভালোবাসার তর্কে আমি নাই।

#ভালোবাসা বলতে তুমি কি বুঝ?ভালোবাসার পরিধি-পরিমাপ আছে কি?

--আছে তো!নইলে সবাই বলে কেনো -
"এই তুমি আমাকে কতটা ভালোবাসো?"

ছেলে-মেয়ের আদালতে মাকে ধরে বলি "তুমি ওর থেকে আমাকে কম বাসো"

বৌ বলে "তোমার মাকে বেশি ভালোবাসো আমার দিকে নজর নাই "

মা-" হ পোলায় আমার গোল্লায় গেছে বিয়া কইরা বৌরে বালোবাসে এহন বেশি বেশি"।

বাকি গুলো কইলাম না থাক।

#বলো শুনি
--ভালোবাসা কি এ নিয়ে একটা স্টাটাস দেবো।কমেন্টেগুলো গবেষনা করবে তুমি।

#ভালোবাসা কি
থ্রি ডাইমেনশনাল নাকি ফোর ডাইমেনশনাল?

#ওরে বাবা! কবি তুমি তো........
--আমি কবি নই। কবি কবি করবানা।

একজন বলেছিলো-

"আসলে আমি ডাইমেনশন সংক্রান্ত কোন বিষয় ঘাটাঘাটি করিনি। ডাইমেনশন বুঝি ও না। তবে প্রেম ভালোবাসার যে সময়কাল -পাত্র নেই তা সবসময় বিশ্বাস করি।"

এর বিশদে আমি কখনো যাবোনা তবে, ভালোবাসার কথা বল্লেই যে সবাই একটা জাগায় আটকে যায় এটাই বিরোক্ত।  এর ব্যাপ্তি-আর উপলব্ধি আমার কাছে ভিন্ন।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ