এই যে শিশু
ভাবছ কিছু
তাকিয়ে গগনে প্রাণে
ও পথিক ভাই
এই গগনের তারকারাজির হিসাব কি,
এই ধরার কি কেউ জানে
আমি তো জানিনে বাপু।
শোন শোন পথিক ভাই বলি তোমারে
সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় শূন্যে কি করে
এই প্রশ্নটি রইল পথিক ভাই তোমার তরে
জানো নাকি
না, না বাপু।
ও পথিক ভাই
সন্ধা হলে আঁধার নামে আলোর মাঝারে
চাঁদনী রাতে জোনাকিরা আলো জ্বালে কেমন করে
জানো নাকি
না,না বাপু।
ও পথিক ভাই
গগন পথে সকল পাখি উড়ে কেমনে
বিমান, উড়োজাহাজ চলে নাকি তেমনে
জানিনে বাপু।
রচনাকালঃ
০৬/১১/২০২০
৮২০জন
৫৬৭জন
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
মোঃ মজিবর রহমান
ভাবনায় থাকি কুল নাহি পাই। দারুন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেবার জন্য অশেষ ধন্যবাদ প্রিয় পাঠক
শুভকামনা রইল
বন্যা লিপি
বিরাম চিহ্নের আকাল কেন এত ভাই? প্রশ্ন বোধক, সেমিকোলন, কমা কি সব উইড়া গেছে বাংলা একাডেমির বটগাছে?
জাহাঙ্গীর আলম অপূর্ব
না মিছ হয়েছে লেখা টা
শুভকামনা রইল
আরজু মুক্তা
ভালো লাগলো। শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
ভালো থাকুন সদা প্রিয় পাঠক