আত্মার সংযোগ

স্বপ্ন ২৬ জুন ২০১৫, শুক্রবার, ০১:০৮:২৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

কতটা একান্ত হলে দুজন দুজনকে বুঝতে পারে?ইদানিং এমন প্রশ্ন নিজেকে করছি বারবার। কথা বলছি তার সাথে,হঠাৎ একই কথা দুজনে।প্রসঙ্গ ভুক্ত কথোপকথনে এই মিল হয়ত হতে পারে,কিন্তু প্রসঙ্গের বাইরের কথায় এই মিল!একটি বিষয়ে আলোচনা করছি।অন্য একটি বিষয়ের কথা একই সাথে দুজনে বলে ফেলা।এমন না যে এটি মাত্র একবার হয়েছে,অনেকবারই তো এমন হয়েছে,হচ্ছে।

একেই কি টেলিপ্যাথি বলে?শত কিলোমিটার দূরে থেকে একজনের আত্মার সাথে অন্যজনে মিশে যাওয়াই কি টেলিপ্যাথি?কিভাবে এমন হয়?

আমার ক্ষেত্রে দেখছি আমি,যখন কথা বলি তখন কেবলমাত্র তারই অস্তিত্ব থাকে আমার কাছে।অন্য কোন কিছু দৃশ্যমান থাকে না বাস্তবে বা অন্তরে।কোন শব্দ থাকেনা।বসে আছি কি শুয়ে আছি তার অনুভব পর্যন্ত অনুপস্থিত।সে ব্যাতিত অন্য সব কিছু তখন শুন্য।এ জগতে ঐ মুহুর্তে কেবল সে আর আমি।আত্মার সাথে আত্মার সংযোগ হলে কি এমন হয়? না বলা কথাও বুঝতে পারি তখন।

একদিন দেখতে হবে কোন কথা না বলে কতটা কথা বলি দুজনে।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress