কতটা একান্ত হলে দুজন দুজনকে বুঝতে পারে?ইদানিং এমন প্রশ্ন নিজেকে করছি বারবার। কথা বলছি তার সাথে,হঠাৎ একই কথা দুজনে।প্রসঙ্গ ভুক্ত কথোপকথনে এই মিল হয়ত হতে পারে,কিন্তু প্রসঙ্গের বাইরের কথায় এই মিল!একটি বিষয়ে আলোচনা করছি।অন্য একটি বিষয়ের কথা একই সাথে দুজনে বলে ফেলা।এমন না যে এটি মাত্র একবার হয়েছে,অনেকবারই তো এমন হয়েছে,হচ্ছে।
একেই কি টেলিপ্যাথি বলে?শত কিলোমিটার দূরে থেকে একজনের আত্মার সাথে অন্যজনে মিশে যাওয়াই কি টেলিপ্যাথি?কিভাবে এমন হয়?
আমার ক্ষেত্রে দেখছি আমি,যখন কথা বলি তখন কেবলমাত্র তারই অস্তিত্ব থাকে আমার কাছে।অন্য কোন কিছু দৃশ্যমান থাকে না বাস্তবে বা অন্তরে।কোন শব্দ থাকেনা।বসে আছি কি শুয়ে আছি তার অনুভব পর্যন্ত অনুপস্থিত।সে ব্যাতিত অন্য সব কিছু তখন শুন্য।এ জগতে ঐ মুহুর্তে কেবল সে আর আমি।আত্মার সাথে আত্মার সংযোগ হলে কি এমন হয়? না বলা কথাও বুঝতে পারি তখন।
একদিন দেখতে হবে কোন কথা না বলে কতটা কথা বলি দুজনে।
Thumbnails managed by ThumbPress
৩৪টি মন্তব্য
শুন্য শুন্যালয়
আপনারা দুজন দুজনকে খুব ভালো ভাবে বুঝতে পারছেন তাহলে। শত কিলোমিটার দূরে থেকেই এমন টেলিপ্যাথি? কাছে এলে কি হবে? 🙂
আত্মার মিলের জন্য দূরত্ব কোন ব্যাপার নয় আসলে। হুম ট্রাই করে দেখুন পিকে মুভির মতো একদিন “হামারি গোলে মে তো কই ভাষাই নেহি হে, দিমাগ ছে সাব পাতা চাল যাতাহে” 🙂
আপনাদের দুজনের জন্য শুভকামনা থাকে আমার সবসময়।
আর হ্যাঁ, কথা না বলে কিভাবে কি বুঝলেন জানাতে ভুলবেন না কিন্তু। এভাবে কোন বিষয় ছাড়া ছোট্ট একটা অনুভূতি তুলে আনা যায় পোস্টে দেখলাম আপনাকে। ভালো থাকুন।
স্বপ্ন
যা মনে এসেছে সরল ভাবে তা লিখে ফেলেছি।মনের কথা বুঝতে কথা বলা লাগে নাকি?কথা না বলে যা বুঝি তা বলার মত ভাষাই তো খুঁজে পাইনা।ধন্যবাদ আপু।
মেহেরী তাজ
হ্যা এটাই টেলিপ্যাথি।
আছে আছে আপনাদের টেলিপ্যাথির জোড় আছে।
কথা না বলে কত টা কথা বললেন জানাবেন।
স্বপ্ন
চেষ্টা করে দেখতে হবে প্রকাশ করতে পারি কিনা।
ব্লগার সজীব
ছোট সহজ সরল লেখা।কঠিন শব্দ ব্যবহার না করায় ধন্যবাদ আপনাকে।
যেভাবে দুজন দুজনকে নিয়ে ভাবেন,একে অন্যকের সম্পুর্ন অনুভব করেন,টেলিপ্যাথি না হয়ে উপায় আছে?সবকিছুর অস্তিত্ব শুন্য হতে পারেনা,ওই সময়ে যার সাথে কথা বলেন,তার অস্তিত্ব অনুভব করেন আপনি।একারনে কথা মিলে যায়।এটি ডঃ সজীবের রিসেন্ট আবিস্কার 🙂
স্বপ্ন
এটি ডঃ সজীবের রিসেন্ট আবিস্কার :D) তাহ্লে তো ডঃ সাহেবের কাছ থেকে অনেক টিপস নিতে হবে 🙂
অনিকেত নন্দিনী
কখনো কখনো পারষ্পরিক মিলের কারণে চিন্তাভাবনা এতোটাই মিলে যায় যে লক্ষযোজন দূরত্বও ঘুচে যায়। পথের দূরত্বকে উপেক্ষা করে দুজন দুজনার অস্তিত্বকে খুব ভালোভাবেই টের পায়।
আমরাও চাই এমনধারা চলতে থাকুক নিরন্তর।
ভালো থাকবেন। -{@
স্বপ্ন
ধন্যবাদ আপু,এত সুন্দর করে মন্তব্য দেয়ার জন্য।
ছাইরাছ হেলাল
নেহাৎ আপন জনের মাঝে এটি ঘটে। অবশ্য এটি স্থায়ী না।
স্বপ্ন
এটি স্থায়ী না? চলে যাবে নাকি এই শক্তি? 🙁
হিলিয়াম এইচ ই
সোজাসাপ্টা কথা। ভাল্লাগছে।
স্বপ্ন
সোজাসাপটা লিখতে পারি,কঠিন পারি না 🙁 ধন্যবাদ আপনাকে।
আদিব আদ্নান
হ্যা, এক কথায় এটিই টেলিপ্যাথি।
স্বপ্ন
সবাই যখন বলছে তাহলে এটিই টেলিপ্যাথি 🙂
খেয়ালী মেয়ে
টেলিপ্যাথির কথা শুধু শুনেই আসছি কতোটা কার্যকর জানি না—আপনারা কোন কথা না বলেও কতোটা কথা বলতে পেরেছেন দুজনে সেটা আমাদেরকে জানাবেন 🙂
স্বপ্ন
ভাবছি কতটা বলা যাবে,আর কিভাবে বলা যাবে 🙂
পারভীন সুলতানা
জী এটাই টেলিপ্যাথি। কিন্তু শুধু হাযার কিলোমিটার দূরত্বে বসে কথা বলে যে মিল দেখছেন , এক ছাদের তলায় তা বিরক্তিকর লাগতে কতক্ষন ? হ্যা , প্রেমের আল্টিমেট পরিণতির কথা বলছি ।
স্বপ্ন
ভয় দেখাচ্ছেন আপু? 🙁
মারজানা ফেরদৌস রুবা
শুনে ভালো লাগলো। গভীর প্রেমে আচ্ছন্ন দুজন, তাই এমন হচ্ছে।
শুভকামনা রইলো।
স্বপ্ন
ধন্যবাদ আপু -{@
জিসান শা ইকরাম
টেলিপ্যাথি চলুক।আমরা কিছু লেখা পাবো তাহলে।
কথা না বলেও কথা- এটি আবার কেমন?
জানতে মঞ্চায়
শুভ কামনা -{@
স্বপ্ন
কথা না বলেও কথা বলা যায় ভাইয়া।কিভাবে যে লিখবো এসব !
মিথুন
আরে আপনার সাথে আমার দেখি মিলে গেলো। আমারও ঠিক এমনটি হয় একজনের সাথে। প্রায় প্রত্যেকদিন হুট করে টপিকসের বাইরে একই কথা বলে ফেলছি। I can read him 🙂 (3
স্বপ্ন
তাই নাকি? আমিও একজনকে পড়তে পারি (3 -{@
ইমন
হুম। টেলিপ্যাথি ব্যাপারটা আসলে অনেক গভীরের সম্পর্কের ক্ষেত্রে ঘটে। 🙂
স্বপ্ন
আমদের বেলায় এটি ঘটছে ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সম্পর্কের গভীরতাই এমনটি ঘটে।সুন্দর সরল উক্তি।
স্বপ্ন
ধন্যবাদ ভাইয়া।
নুসরাত মৌরিন
টেলিপ্যাথি ব্যাপারটা আমার কাছে বিস্ময়।সন্তানের যে কোনো বিপদে মায়ের আগে আগে টের পেয়ে যাওয়া।মন খারাপের দিনগুলোতে প্রিয় বন্ধুর কাছ থেকে পাওয়া ফোন যাকে খুব মিস করছিলাম।কিংবা প্রিয় মানুষের কথা ভাবলেই সে চলে আসা,ব্যাপারগুলো অদ্ভুত।
মানুষের মন অসম্ভব শক্তিশালী।হাজার হাজার মাইল কি?আমার ধারনা অন্য গোলার্ধে থেকেও নিশ্চয়ই আপনারা দুজন দুজনের কথা শুনতে এবং বুঝতে পারবেন কিছুই না বলে…।
সবসময় শুভকামনা আপনাদের দু’জনের জন্য…।
স্বপ্ন
ঠিক বলছেন আপু।অন্য গোলার্ধে থেকেও কথা শুনা যাবে।দুরত্ব কোন ব্যাপারই না।
লীলাবতী
এ দেখি দুই প্রান এক আত্মা 🙂 মৌরিনের মন্তব্যের সাথে সহমত। স্বপ্ন মিথুন এর জন্য একরাশ শুভেচ্ছে -{@
স্বপ্ন
আপনার জন্যও শুভেচ্ছা আপু। -{@
নীলাঞ্জনা নীলা
-{@
স্বপ্ন
-{@ -{@ -{@