
কোন এক দিন ডেকে ছিলাম তোমায় ~
নীল আকাশের নীচে ~
মেঘের ছায়ায়, কৃষ্ণের মায়ায় ~
ভালবাসার আমন্ত্রণে ~~।
সারি সারি বালি হাঁস, ডানা ঝাপটিয়ে ~
আলপনা এঁকেছিল, আকাশের বুকে ~
তোমার আগমনের পথ চেয়ে ~~।
তখন পৃথিবী ভুমিষ্ট হয়নি ~
স্বপ্নরা ছিল অচল, অসার ~
ধ্রুব তারার আলোতে খুঁজেছিলাম তোমায় ~
রং ধনুর বর্ণিলে, হাত ছানির ইশারায় ~
দেখিয়েছ তুমি আমায় দিগন্তের সীমানা ~~।
স্মৃতি ভ্রম মত্তলোকে, আজ খুঁজি তোমাকে ~
যদি চিনতে পারো, ভালবেসে ঠাঁই দিও বুকে ~~।
৬টি মন্তব্য
ফয়জুল মহী
সুশোভিত ও সৌন্দর্যময় কথামালা ।
কামরুল ইসলাম
ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভুতি কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
শামীম চৌধুরী
বুকে ঠাই পায় শুধু মাত্রই ভালোবাসা। যে ভালোবাসালহয় নিঃস্বার্থ।
কামরুল ইসলাম
ধন্যবাদ