ইলমা দ্বিতীয় শ্রেনীতে পড়া একটি মেয়ে।

দশদিন দশমাস রাখিয়া গর্ভে
করিলে প্রসব মা এই মর্তে
বাবা তোমার ঐরসে আসিল ধরায়
খুন করিলে ত্রিশ লক্ষ টাকায়।

মা অনেক কষ্টে অনেক সাধনায়
পাইলে তুমি অমুল্য সন্তান খোদার সহায়
তারে তুমি দিলে বলি অর্থলোভ লালসায়।

বাবা তোমার ছত্রছায়ায়
চলিত আপন মায়ায় ছোট্ট ছোট্ট পায়
তারে তুমি দিলে উর্ধে পারিবে কি আনিতে আবার ধরায়।

যাদের ছায়ায় মায়ায় উড়িবে,
অন্দরে ঘুরিবে
মমত্ব ভালবাসায়
পৃথিবীর স্বাদ পাইবে
তারায় নিভাইয়া দিল জান প্রদীপ।

অর্থ জ্বালা বড় জ্বালা বুঝি অসহায়েরা
যারে অসুখে সুখে  ও বেদনা আনন্দ বাবা মায়েরা
তারেই দিলাম ছুড়ে স্বহস্তে অর্থের কি জ্বালারা!!!

পারিব কি সৃজিতে কোন সন্তান
যা হারালাম মুগুর, ইটের ছেচান,
কিভাবে সহিলেন বাবা দূরে দাঁড়িয়ে
কোথায় হারাল পিতৃত্ব, সন্তানের আত্বচিতকারে।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ