
কোথায় চলেছো তুমি ওহে মনু মাঝি?
জানো কি পৌঁছতে সেথা কতো পথ বাঁকি?
সুরুজ যে পাটে যেতে হয়নি অরাজি?
কোথায় চলেছো তুমি ওহে মনু মাঝি?
কেন হে ধরতে চাও ঘোরে তবু বাজী?
কভু কি পারবে দিতে লহরীরে ফাঁকি?
কোথায় চলেছো তুমি ওহে মনু মাঝি?
জানো কি পৌঁছতে সেথা কতো পথ বাঁকি?
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বোরহান ভাই, ট্রায়োলেট এর সংগা, বৈষিষ্ট দেন কেমনে লেখে পড়ি। কবিতা জন্য পরে আসব খন
বোরহানুল ইসলাম লিটন
এখানে নিয়ম কানুন লেখা মনে হয় ঠিক হবে না মজিবর ভাই।
আপনী গুগল এ ‘ট্রায়োলেট’ লিখে সার্চ দেন
বিস্তারিত পেয়ে যাবেন।
ভীষণ কৃতজ্ঞ থাকলাম!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
মোঃ মজিবর রহমান
আমি পুর্বেই সার্চ দিয়ে জেনেছি বোরহান ভাই। আসলেই এখানে বিস্তারিত আলোচনা করা সময়ের ও অন্য কারো সমস্যা হতে পারে।
অশেষ কৃতজ্ঞ আপনার প্রতি।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর খুব সুন্দর ভাল থাকবেন কবি দা
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা।
মোঃ মজিবর রহমান
খুব ভালো লাগলো বোরহান ভাই।
মোঃ মজিবর রহমান
ট্রায়োলেট লিখা অতীব কঠিন কর্ম বোরহান ভাই। আপনি অসাধ্য সাধন করেছেন।
মনির হোসেন মমি
গভীর ভাবনা ভাই।আমাকে সাধনা করতে হবে।
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ!
নববর্ষের শুভেচ্ছা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন!
হালিমা আক্তার
সামনের পথ কতটা বাকি কেউ জানে কি তা। তবু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টায় আমরা করি। ভালো থাকবেন কবি।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অশেষ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
আপনার কবিতায় সব বৈশিষ্ট্য গুলো চমৎকার ভাবে তুলে ধরেন।আপনাকে স্যালুট কবি। ট্রায়োলেটটি দারুন লেগেছে। শুভ রাত্রি
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।