কোথায় চলেছো! (ট্রায়োলেট)

বোরহানুল ইসলাম লিটন ২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ০৭:০৬:০৭পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

কোথায় চলেছো তুমি ওহে মনু মাঝি?
জানো কি পৌঁছতে সেথা কতো পথ বাঁকি?
সুরুজ যে পাটে যেতে হয়নি অরাজি?
কোথায় চলেছো তুমি ওহে মনু মাঝি?
কেন হে ধরতে চাও ঘোরে তবু বাজী?
কভু কি পারবে দিতে লহরীরে ফাঁকি?
কোথায় চলেছো তুমি ওহে মনু মাঝি?
জানো কি পৌঁছতে সেথা কতো পথ বাঁকি?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৩৮৯জন ৩০৩জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ