
রাধা কৃষ্ণের একটি গান।
সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই
বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই।
একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়
পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়।
জল ভর জল ভর রাধে, ও গোয়ালের ঝি
কলস আমার পূর্ণ কর রাধে বিনোদিনী।
কালো মানিক হাত পেতেছে, চাঁদ ধরিতে চায়
বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়?
কালো কালো করিস না লো, ও গোয়ালের ঝি,
আমায় বিধাতা গড়েছে কালো আমি করব কী?
এক কালো যমুনার জল, সর্ব প্রাণী খায়
আরেক কালো আমি কৃষ্ণ, সকল রাধে চায়।
এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল
সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল
ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল
মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িলো।
মরবেনা মরবেনা রাধে, মন্ত্র ভালো জানি
দুই এক খানা ঝাড়া দিলেই বিষ করিবো পানি।
এমন অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে
সোনার এই যৌবনখানি দান করিব তারে।
এই কথা শুনিয়া কানাই বিষ ঝারিয়া দিল
ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল।
গৃহবাসে যেয়ে রাধে আঁড়ে বিছায় চুল
কদমতলায় থাইকা কানাই ফিক্কা মারে ফুল।
বিয়া নাকি করো কানাই, বিয়া নাকি করো
পরের রমণী দেখে জ্বালায় জ্বলে মরো।
বিয়া তো করিব রাধে , বিয়া তো করিব
তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে পাব?
আমার মত সুন্দর রাধে যদি পেতে চাও
গলায় কলসি বেঁধে যমুনাতে যাও।
কোথায় পাব হার কলসি, কোথায় পাব দড়ি?
তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি।
এখানে ক্লিক করে সরাসরি গানটি শুনুন
২২টি মন্তব্য
আদিব আদ্নান
রাধারা এমনই ভাগ্যবতী হয় ।
অসম্ভব সুন্দর এ গান ।
নীহারিকা
অনেক মজার একটি গান।
খসড়া
আহা আমার বাসায় এটা খুব জনপ্রিয় গান।:)
নীলাঞ্জনা নীলা
দুস্ট কৃষ্ণের দুষ্টামি 🙂 ধন্যবাদ আপনাকে ।
তাপসকিরণ রায়
খুব ভাল লেগেছে– কোথাও যেন আপনত্ব একটা ভাব খুঁজে পাচ্ছিলাম।
নিশিথের নিশাচর
ব্যাপুক কাকুতি মিনতি এইটা সহ্য করার মত না।
আর তাই এই কাকুতি মিনতি অতি সত্বর অবসান হোক
সেই কামনা।
প্রিন্স হেক্টর
ডাউনলোড দিলাম, শুনে দেখি 😀
সীমান্ত উন্মাদ
বিয়া তো করিব রাধে বিয়া তো করিব
লাইনটা অনেক ধরেই আমার প্রিয়।
তয় ডর লাগে কারনঃ
ইদানিং মেয়েদের
কিযে হালচাল,
আজ বিয়া করলেই
পর হবে কাল। :p ;( \|/
রাইসুল জজ্
লিঙ্কের জন্য ধন্যবাদ
জুলিয়াস সিজার
পড়লাম।
জুলিয়াস সিজার
সুন্দর।
খেয়ালী মেয়ে
আহা্!!!! রাধার কপালটা একবার কাছে পেলে ছুঁয়ে দেখতাম :p
খেয়ালী মেয়ে
:D) -{@
লীলাবতী
:D) :D)
ইমন
পাড়ার পুজাতে শুনেছি অনেকবার। :v
মোঃ মজিবর রহমান
কি রুপ দেখায়লা রাধে কৃষ্ণ হইল তোমার কাংগাল।
মোঃ মজিবর রহমান
মরনই সব শেষ!!!!!!
অয়োময় অবান্তর
কালো মানিক হাত পেতেছে চাঁদ
ধরিতে চায়
বামন কি আর হাত বাড়ালে চাদের
দেখা পায়
কালো কালো করিসনা লো ও
গোয়ালের ঝি
আমায় বিধাতা করেছে কালো আমি
করবো কি
মজা পাইলুম। বিনোদিত।
মুহাম্মদ আরিফ হোসাইন
গানটা শুনেছিলাম আগে।
পোস্টে পেয়ে আবার শুনলাম। ভালোই লাগে।
রিফাত নওরিন
অনেক ভালো লাগলো গানটি শুনে!!
সৈয়দ আলী উল আমিন
বাহ বেশ মজার গান তো।
মনির হোসেন মমি
এখানে আমার মন্তব্য নাই কেন?তাহলে আমি কি ফাকিবাজ ব্লগার!
চমৎকার গান।