
(লেখক-সুলভ)উচ্চাশার রোগাক্রান্ততা নেই
নগরবাসীর মত, নেই মুহুর্মুহু কীমাশ্চর্য কথোপকথনের
কাব্য-ভাষার ষোল/চৌষট্টি কলার সমর্পিত উপাচার;
দুরন্ত বাসনা নেই, টেবিলে বসে খুঁড়ে নেয়া ক্ষরণ হৃদয়ের
মুখোমুখি হবো চতুর জিঘাংসায়,
দুরূহ উপমায় ভর করে পাওয়া-না-পাওয়ার
কড়ে গণ্ডার হিসেব মিলিয়ে চমক দেখিয়ে টপকে যাব
তাবৎ বাধা-প্রাচীর;
মধ্য-রাতের শেষে এ-ঘর ও-ঘর হনহনিয়ে
হুহু হাওয়ার মুখে প’ড়ে,আনন্দ-আতঙ্কে
মিলন অ-মিলনের সঙ্গতি না খুঁজে
নির্মোহ মরুভূমির মত ঠায় দাঁড়িয়ে
ক্রুশবিদ্ধের পূর্ণাঙ্গতা নিয়ে নিঃশ্চুপে ভাববো
আমি আর কোথাও যাব না/যাচ্ছি না; সোনেলা ছেড়ে।
ছবি নেটের
২৮টি মন্তব্য
কামাল উদ্দিন
রোল নং ১
মন্তব্য পরে।
ছাইরাছ হেলাল
আচ্ছা আচ্ছা, বুঝলাম।
অনেকদিন কিন্তু ছবি-ছুবি দেখান্না !!
কামাল উদ্দিন
আইজ দেখলাম 🙂
ছাইরাছ হেলাল
তলে তলে সব কিছুই হচ্ছে!!
সুপায়ন বড়ুয়া
“আমি আর কোথাও যাব না/যাচ্ছি না; সোনেলা ছেড়ে।”
এ প্রশ্ন আসলো কেমন করে
সোনেলা তোমাকে নিয়েছে আপন করে
তোমাকে যেতে দিই কেমন করে ?
ভাল থাকবেন। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ভাই, প্রেম প্রেম , সোনেলা প্রেম হলে মাথা আউলা হয় ।
আর কিচ্ছু না ।
তাছাড়া আমার তো ফার্স্ট/সেকেন্ড/থার্ড হোম বলে কিছু নেই।
ভাল থাকবেন ভাই.
রেজওয়ানা কবির
সোনেলা ছেড়ে যেতে হবে না ভাইয়া।আর আপনি যেতে চাইলেও সোনেলা আপনাকে বেঁধে রাখবে।আপনার শব্দচয়ন খুব খুব খুব বেশী সুন্দর।
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি।
এটি শুধুই একটি লেখা। পূর্বাপর সম্পর্কবিহীন।
ভাল থেকে নিয়মিত লিখবেন। ধন্যবাদ।
ফয়জুল মহী
অনবদ্য , লেখনশৈলী ।
মুগ্ধতা রেখে গেলাম।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
কবিতার কথা গুলো ভীষণ ভাবে মিলে যায় কারো কারো জীবনের সাথে। কবিতা যেনো জীবনের কথা বলে।
যা হোক কথা তো একটাই, যা হয়ে যাক না কেনো
যতো ওর ঝঞ্ঝাট বাঁধা বিপত্তি আসুক না কেনো রাত বিরাতে
সোনেলার উঠানেই তা উগড়ে দেবো নিশ্চিত মনে
তবুও সোনেলাকে ছেড়ে যাবো না যাচ্ছি না কোথাও।
ছাইরাছ হেলাল
নিয়মিত ওগরাচ্ছি বিরতিহীন ভাবে। আপনি /আপনারা সহ্য করছেন বলেই।
আমরা তো আমাদের জীবনের কথাই বলি, উপলব্ধির কোথায় বলি। নির্ভয়ে নিঃসঙ্কোচে।
আপনি ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
রোগাক্রন্ততা, কীমাশ্চর্য এই দুটোর বানান কি এমন হবে ভাইয়া?
সোনেলা আপনাকে কখনো যেতে দেবে না, আর আমরা যেতে দিলে তো। আপনার নাম হীরক-খন্ডে লেখা থাকবে সোনেলাতে । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো অবিরাম
ছাইরাছ হেলাল
রোগাক্রান্ততা হবে, ঠিক করে নিয়েছি, কিন্তু কীমাশ্চর্য রাখতে চাই, কিমাশ্চর্যম হলে এমন।
যাক অনেক দিন পরে হলে দায়িত্ব পালন করছেন দেখে অভিনন্দন।
কত কথা বলেরে সোনেলার সোনারা!!
আপনি জানেন, এটি একটি লেখা মাত্র। যখন যা মনে আসে।
আপনি কিন্তু খুব কম লিখতেছেন।
ভাল থাকুন।
আরজু মুক্তা
মাথার চুল সোনালি বর্ণ না হওয়া পর্যন্ত বিচরণ থাকুক।
ছাইরাছ হেলাল
তাতে আপত্তি নেই আপনি যখন বলছেন,
তবে টেকোদের জন্য কী ব্যবস্থাদি কে জানে!!
ভাল থাকবেন।
মনির হোসেন মমি
কই আর যাইবেন এ অবেলায়! সোনালী বেধে ফেলেছে তার আপণ মহিমায়।বাপরে কী সাংঘাতিক কবিতা! শেষের প্যারায় সোনেলা না থাকলেতো বুঝতে পারছিলাম!জয় গুরু সোনেলা।
ছাইরাছ হেলাল
তাছাড়া আমার তো ফার্স্ট/সেকেন্ড/থার্ড হোম বলে কিছু নেই।
উপরে বলে দিয়েছি, তাই সোনেলা ই সই। সবার সাথে, সবাইকে নিয়ে।
শুভেচ্ছা দিলাম।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। কিমাশ্চর্যম টা আমিও পেয়েছি। দায়িত্ব পালন করি তো আপনি তো ভুল করেন না যে ভুল ধরবো। লেখালেখি একটু কম হচ্ছে। মনে রাখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন
ছাইরাছ হেলাল
শুনেছি ভূতেদের ভূল নেই, মানুষদের আছে। মনে থাকে যেন।
লেখালেখি ক্মের কিচ্ছু নেই, জোর কদমে আগে বাড়ুন, বিষয়ান্তরে গিয়ে।
ধন্যবাদ।
কামাল উদ্দিন
আমরা বলি কবিতা, আপনার ট্যাগ হলো একান্ত অনুভুতি। আপনার এই কবিতা বা একান্ত অনুভুতিগুলো আমার কাছে ধাঁধাঁর মতো মনে হয়। বার বার পড়ে রহস্য ভেদ করার চেষ্টাটা করে যাই। সফল কখনো হয়েছি কিনা জানিনা। তবে এই রহস্য ভেদের খেলাটা চালিয়ে যেতে আমার কাছে মন্দ লাগে না।
ছাইরাছ হেলাল
ট্যাগ যাই হোক, আমরা কিন্তু নিজেদের অনুভুতির কথাই বলার চেষ্টা নেই।
কী পারি বা না-পারি সে হিসেবে না গিয়েই।
শার্লক হোমসদের আমি খুব পছন্দ করি।
ভাল থাকবেন ভাই।
শামীম চৌধুরী
চমৎকার অনুভূতি। আমি মহারাজের মতন কোথাও যাবো না সোনেলা ছেড়ে।
ছাইরাছ হেলাল
ভাই কী ভাইকে ছেড়ে যায়!! না-কী যেতে পারে!!
ভাল থাবেন পাখি ভাই।
তৌহিদ
লেখক আমি সে অর্থে নই। ভালো লাগে মনের কথা বলতে তাই লিখি। সোনেলা ছাড়া আর যাব কই?
এঘর ওঘর কানাকানি ফিসফাস এসব যারা করে তাদের লেখক বলতে রাজি নই।
ছাইরাছ হেলাল
লেখক-ফেকক বলে কিচ্ছু নেই, এখানে আমারা ত আমরাই ভেবে গপ-সপ দেই,
এই তো অনেক পাওয়া।
ভাক থাকুন।
খাদিজাতুল কুবরা
ছাই পাশ যা-ই লিখি না কেন, সোনেলার পাতায় একবার যখন পেয়েছি ঠাঁই,
পথ ভুলে আর কোথায়!
চৌকো রুমালের খোটে লিখে রাখবো সোনেলা প্রথম ও শেষ ভালোবাসায়।
আপনার কবিতার সাথে সুর মিলালাম অত্যন্ত দুঃসাহসে।
ছাইরাছ হেলাল
এ আপনার সততা, প্রকাশের। ঐ যে আমরা লিখি, তাই লিখি।
সাহস বা দুঃসাহসের কিছু নেই।
ভাল থাকুন।