কোথাও যাচ্ছি-না/যাব-ও-না

ছাইরাছ হেলাল ৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ১১:১৬:০০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

(লেখক-সুলভ)উচ্চাশার রোগাক্রান্ততা নেই
নগরবাসীর মত, নেই মুহুর্মুহু কীমাশ্চর্য কথোপকথনের
কাব্য-ভাষার ষোল/চৌষট্টি কলার সমর্পিত উপাচার;

দুরন্ত বাসনা নেই, টেবিলে বসে খুঁড়ে নেয়া ক্ষরণ হৃদয়ের
মুখোমুখি হবো চতুর জিঘাংসায়,
দুরূহ উপমায় ভর করে পাওয়া-না-পাওয়ার
কড়ে গণ্ডার হিসেব মিলিয়ে চমক দেখিয়ে টপকে যাব
তাবৎ বাধা-প্রাচীর;

মধ্য-রাতের শেষে এ-ঘর ও-ঘর হনহনিয়ে
হুহু হাওয়ার মুখে প’ড়ে,আনন্দ-আতঙ্কে
মিলন অ-মিলনের সঙ্গতি না খুঁজে
নির্মোহ মরুভূমির মত ঠায় দাঁড়িয়ে
ক্রুশবিদ্ধের পূর্ণাঙ্গতা নিয়ে নিঃশ্চুপে ভাববো
আমি আর কোথাও যাব না/যাচ্ছি না; সোনেলা ছেড়ে।

ছবি নেটের

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ