কোটিপতি ড্রাইভার

সুপায়ন বড়ুয়া ২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ১২:৫৪:৩২অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

 

স্বপ্নের অগোচরে ভেসে উঠে একটি নাম
কোটিপতি ড্রাইভার তোমায় হাজার সালাম।
শ্বেত শুভ্র পোষাকে তোমার অনেক ডাক নাম
কোটিপতি দাতা তুমি তোমার অনেক সুনাম।

পাড়ার মন্দির মসজিদে তুমি বড় দাতা
মানুষের বিপদে ছিলে তুমি বড় ত্রাতা।
বেরসিক পুলিশ দেয় তোমার কোমরে দড়ি
মিডিয়া চ্যানেল গুলি হাটে ভাঙে হাড়ি।

তোমার তদবিরে শ্রমিকের খুলে যেত কপাল
নগদ নারায়নে মনে হতো টাকা তুমি হালাল
লাইসেন্স ধারী হলে হতে তুমি রিক্রটিং এজেন্ট
তোমার বেলায় তুমি হলে দুর্নীতির দালাল।

তোমার উত্থান দেখে মানুষের চোখ উঠে কপালে
সমাজের কদর তোমার তুমি কেমন ড্রাইভার হলে ?
দরোজা খুলে দিয়ে মনিবকে দিতে তুমি সালাম
তুমি আজ ক্রোড়পতি তাই দাও ঈদ-ই সালাম।

প্রজন্ম ভাবে বসে ক্রোড়পতি হবে
লেখাপড়া বাদ দিয়ে ড্রাইভার হবে।
ড্রাইভারী করে যদি গাড়ী বাড়ি হয়
লেখাপড়া করে আর কেরানী নয়।

তুমি আজ বলে বেড়াও তুমি শুধু নও
শত সহস্র খুঁজে পাবে যদি চোখ বুলাও।
লাটির বাড়িতে যারা টাকা করেছিল সাদা
তারা ছিল মাফিয়া ডন দুর্নীতির দাদা।

সুসময়ের বন্ধু যারা ছিল তোমার পাশে
তোমার কোমরে দড়ি তাই তারা মুচকি হাসে।
পাপের বোঝা আজ ভারী হয়ে আসে
তোমার পরিণতি দেখে আজ বিধাতা ও হাসে।

কালো টাকা সাদা নয় বাজেয়াপ্ত হোক
দুর্নিতি আর নয় সচ্চতায় আনা হোক।
দুষিত পরিবেশ নয় আর নির্মল হোক
ঘৃণার আগুনে পুড়ে প্রায়শ্চিত্ত হোক।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ