
নিঃস্ব নিঃসম্বলের উপকূলে কোথাও কেউ নেই
কিন্তু আছে তো সব/সব-ই, বিত্তের বৈভবে;
হঠাৎ হঠাৎ বেজে ওঠে লক্ষ্যহীন কিছু কথা,
কিছু লেখা, রহস্য চঞ্চল দূরত্বে থাকা হাতছানি-তা;
আবার জমাট বাধে নিঃসঙ্গ-নিপাট-আঁধার;
আকাশ যখন গুছিয়ে নেয় সন্ধ্যা তিথি,
তবুও দীপাবলির দীপেরা ঘনিষ্ঠ চোখে
আলো-জ্বেলে রাখে প্রাণ-পথে।
ঘুমুতে থাকা গাঢ় মধ্যরাত থেকে থেকে
জেগে ওঠে, অনুভূতির প্রদক্ষিণে;
ফুরফুরে সকাল বাতাস এবার জড় হয়
জীবনের ফুলদানিতে, কোকিল কুহু ডাকে;
ছবি নেটের।
১২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
নিঃস্বের স্বার্থপর ক্রন্দনে সমুদ্র শুকিয়ে চৌচির
নিকানো নুন খেয়ে ফুলে-ফেঁপে উঠে বিরল তিমি,
তবুও সুখ-সুখ আহ্লাদে বয়ে যায় নিরন্তর ঢেউ অকূলপাথারে;
জীবনের ফুল, ফুলেদের কোকিল কুহুকণ্ঠে গায় নিরব দুপুরে,
আলো-আঁধারির বেশে খেলা করে একই মুদ্রা
গড়িয়ে চড়িয়ে সমানতালে, স্বচ্ছন্দে।
ছাইরাছ হেলাল
সোনার স্বপন ভেসে বেড়ায় ঘন ঘুমের আঙ্গিনায়
সঞ্জীবনী সুখের আশায় ঘুরে বেড়ায় প্রমোদ-কণা!
নিরুত্তর নিরস্ত্রের অট্টহাসি ব্যর্থ পরিহাস-সীমান্তে ।
স্বপ্নের আকাশ লক্ষ্মীছাড়া প্রজাপতি।
মাহে রমজান।
তৌহিদুল ইসলাম
পরিবার প্রিয়জন ছাড়া অন্য যে কেউই আমাদের আশেপাশে থাকে ক্ষমতা এবং বিত্তের প্রভাবে। তবে লেখক বিত্তশালী হোক বা নিঃস্ব একমাত্র লেখাই পারে মানুষকে তার কাছে টানতে।
শুভকামনা ভাইয়া
ছাইরাছ হেলাল
লেখক তাঁর লেখা নিয়েই বেঁচে থাকে বিত্ত আর বৈভবের বাইরে।
ধন্যবাদ দিলাম।
সুপর্ণা ফাল্গুনী
চারপাশে সবাই ক্ষমতার বৈভবে আটকে আছে। কোকিলের কুহু তান বৈশাখের তাপদাহে ভালোই শুনতে পাচ্ছি। খুব ভালো লাগলো কবিতার কোকিল। বাংলা নববর্ষের প্রাণ ঢালা শুভেচ্ছা ও শুভকামনা।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা, নববর্ষবরণের;
নিরন্তর কুহু ডাক এখন ও এখানে শুনতেই পাই/পাচ্ছি।
ভাল থাকুন।
রোকসানা খন্দকার রুকু
মাহে রমজান ও নববর্ষের শুভেচ্ছা রইল ভাইয়া।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা,
মাহে রমজান।
ভাল থাকুন।
আরজু মুক্তা
তবুও কোকিল ডাকুক এই বিটান ক্লান্ত শ্রান্ত দুপুরে।
বৈশাখি শুভেচ্ছা
ছাইরাছ হেলাল
ডাকুক যেমন খুশি, কালে অ-কালেও।
শুভেচ্ছা, আপনাকেও।
জিসান শা ইকরাম
কোকিল ডাকবেই শত প্রতিকূলতার মাঝেও,
ছাইরাছ হেলাল
অকালে ডাকলে নাকি বিপর্য়য়ের সমূহ সম্ভবনা থাকে।
তবুও ডাকাডাকি আমাদের লাগে/শুনিও।
ভাল থাকুন।