কৈ তোমার আলুথালু কেশ?

তাপসকিরণ রায় ৩১ অক্টোবর ২০১৩, বৃহস্পতিবার, ০৫:৩৯:৩৬অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

কৈ তোমার আলুথালু কেশ?
কৈ বিবাগী বৈরাগী মুখের ছায়াছাপ?
শরীরে কৈ শুভ্র স্ফটিক রেখায় চির?

মসৃণ হেঁটে যাওয়া ছিল তোমার--
আবলুস কাঠের ওই নক্সাই শরীর ছিল!
কে বলবে তোমায় দেখে,তুমি নিঃস্ব,
রাতের নিয়নে স্বর্ণ বিলাস তোমার--
রঙের পেয়ালায় ছিল মদির চুম্বন ঠোঁট !

তবে?কি ভাবে জ্বলে গেলে তুমি?
তুষানল ঘ্রাণ ছেড়ে দিব্য স্নাত দেহ!
কোথায় প্রতিকূল স্রোত—
স্বচ্ছ জলের গভীরে ঘূর্ণায়মান নিমজ্জন?

তবু কেন মুহূর্তে থেমে গেলে তুমি?
শুয়ে আছ তুমি কারুকাজ পালঙ্কে—
তবু কেন জ্বলে গেলে তুমি?
ঘৃত স্নাত শরীরে কি ভাবে দাউ
জ্বলে নিঃশেষ হয়ে গেলে তুমি!

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ