দৃপ্ত পায়ে যাচ্ছো কোথায়
একটু দাঁড়াও ভাই,
কে তুমি?
কথাটির জবাব দিয়ে যাও।
শোন তাহলে –
কে আমি
শুদ্ধ আমি, শান্ত আমি
ভ্রান্ত আমি নয়।
বেলি আমি, টগর আমি
ফুুলের রাণী নয়।
পদ্মা আমি, মেঘনা আমি
গঙ্গা আমি নয়।
তাঁরা আমি, জোনাকি আমি
আঁধার আমি নয়।
আকাশ আমি, বাতাস আমি
পাতাল আমি নয়।
দোয়েল আমি, কোকিল আমি
কাক আমি নয়।
কামার আমি, কুমার আমি
ভিখারি আমি নয়।
দূরান্ত আমি, চলন্ত আমি
স্থীর আমি নয়।
সিরাজ আমি,মুজিব আমি
জাফর মোশতাক নয়।
রচনাকালঃ
২৭/০৬/২০২০
৩৮২জন
৩০৯জন
৭টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমাদের দেশের বিশ্বাঘাতকদের চেহারা উন্মোচিত হয়েছে — সিরাজ আমি,মুজিব আমি
জাফর মোশতাক নয়।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম মনোমুগ্ধকর মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
ভালো থাকুন সদা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইল। ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
ভালো বলেছেন ভাইয়া। সিরাজ আমি, মুজিব আমি জাফর মোশতাক নই। নিরন্তর শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ রাত্রি
আলমগীর সরকার লিটন
বাহ চমৎকার কবি
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
ভালোটা হওয়া বেটার।
বাকিদের গালি দিতে শেষ। যেমন মীরজাফর