কে তুমি?

নীরা সাদীয়া ১২ মার্চ ২০১৯, মঙ্গলবার, ০৪:১৫:৩২অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

আমাকে একজন সৃষ্টি করেছেন,
অতপর নানান রূপ দিয়েছেন।
তারপরে লেখা হয়েছে
কতশত গান আর কবিতা।
তুলির ছোঁয়ায় আমাকে ফুটিয়ে তুলেছেন
রবি ঠাকুর কিংবা ভিঞ্চি,
নজরুল দিয়েছেন কৃতিত্বের সমান সমান ভাগ।
রোকেয়া দিয়েছেন শিক্ষার আলো।
পেরিয়ে গেছে কত শত বছর।
এরপর এল সোনার মেয়ে মালালা।
হ্যাঁ,আমি কখনো মালালা,
কখনো রোকেয়া,
কখনো নবাব ফয়জুন্নেসা,
কখনো সুলতান রাজিয়া,
কিংবা মাদার তেরেসা।
কখনো মমতাময়ী মা,
কখনো যোদ্ধারূপী প্রীতিলতা,
কখনো রঙিন সাজে নববধূ,
কখনো বীরাঙ্গনা।
কখনো তোমাদের চোখে
পশু কিংবা পন্য।
কখনো ভগ্নি,কখনো কণ্যা।
আমাদের ত্যাগে আর শ্রমে
তোমাদের জীবন ধন্য।
ভাবছ আমি কে?
প্রথম পরিচয়ে বলব
আমি মানুষ,
দ্বিতীয় পরিচয়
আমি নারী,
আমার শেষ পরিচয়
আমি তোমাদেরি একজন।।
.
#নীরা
০৮.০৩.১৫
ছবি:রবি ঠাকুর

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ