কে তুমি তরুণী ?

পারভীন সুলতানা ১১ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, ০৩:২৫:৪৪অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যাবস্থায় ভ্যাট সনযুক্তির প্রতিবাদে ছাত্রছাত্রীরা গতকাল ঢাকার রাস্তায় আন্দোলন করে.............................................এক ছাত্রীর  হাতে একটি প্ল্যাকার্ড " জয় বাংলা, ভ্যাট সামলা "। যার অর্থ জয় বাংলা একটি দলের পরচয়ের সাথে অঙ্গাঙ্গী যুক্ত । অথচ ৭১-এ জয় বাংলা ছিল প্রতিটি বাঙ্গালীর উদীপ্ত প্রাণ স্ফুলিঙ্গ । হজম করতে কষ্ট হল। কিন্তু তবুও নোংরা হতে পারলাম না । আরেক ছাত্রীর হাতে " মন পাবি, দেহ পাবি , ভ্যাট পাবি না"। উনি কি সত্যি কোন ছাত্রী ? নাকি বারোয়ারী ? এমন শিক্ষার প্রয়োজন কি ? সইতে পারলাম না । আমার আছে শুধু কলম আর ৭১ এর আগুন শিখা ........................

 

কে তুমি তরুণী ?
শালীন পোশাকে আচ্ছাদিত,
হবে নিশ্চয়ই কোন সম্ভ্রান্ত রমণী ।
তোমার হাতে উৎকীর্ণ প্ল্যাকার্ড
তুমি বাংলা বোঝ ,
বোঝ কি বাংলা অভিধান ?
জয় বাংলা-বাংলার উদীপ্ত শ্লোগান
জেগেছিল সাড়ে সাত কোটি প্রাণ।
কে তুমি তরুণী ?
একাত্তুরের ধর্ষিতা মায়ের অপজাত নও তুমি
পেয়েছ সুখতৃপ্ত বাস,
একখন্ড স্বাধীন জন্মভু্মি
তাই কি বোঝ না
বোঝ না নিষিক্ত আবহ বাংলার গান ।
কে তুমি তরুনী ?
তোমার উচ্চকিত প্ল্যাকার্ড
রক্ত, রক্তের দুর্গন্ধ নির্যাস
ভূলুণ্ঠিত আমার জননী ।
কে তুমি তরুণী ?
তুমি কি নব্য রাজাকার ?
তুমি কাকে ভয় দেখাও ?
ভয়ের কঙ্কালে যার বীজ অঙ্কুরোদগম
বেওয়ারিশ লাশে তার বিশ্রাম শয়ান ।
আমি আজো আলোকবর্তিকা
আত্মকথন নয়, যুদ্ধবাজ আমি,
আমি জয়বাংলা
সবাধীন আলোর শিখা ।

১১/০৮/১৫

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ