মাগো তুমি কি বলতে পারো
করোনা যাবে কবে
মুক্ত ভাবে মানুষ দেশে
নানান বেশে রবে।

শহর খানি ফাঁকা জায়গা
নেই কোথায় কেউ
মাগো আবার আসবে বলে
করোনা দুই ঢেউ।

নেইতো কারো মা মুখে হাসি
সদা মলিন মুখ,
সবার ঘরে নেই অন্ন
পাবে কি তারা সুখ।

হতাশা নিয়ে জীবন চলা
যায় কিরে মা কভু
লক ডাউন দিয়ে শাসন
রোধ করেছে তবু।

মানবতা রে সকল থেকে
গেছে কবে মা চলে,
ছেলেমেয়েরা মাতা পিতাকে
ফেলে নানান ছলে।

রচনাকালঃ
০৩/০৭/২০২১

৫+৫/৫+২
--------------------------------------
মা পরম ধন
জাহাঙ্গীর আলম অপূর্ব

মাগো আমার জান্নাত
হলে তুমি সবার সেরা,
মায়া জালে তোমার
মনটা থাকে সদা ঘেরা।

তোমার স্নেহের সাথে
নেই তুলনা কারো কভু
মাকে আমরা সবাই
বাসবো ভালো পণ যে তবু।

তোমার পরশ পেয়ে
ধন্য আমি মাগো ভবে
তুমি খুশি থাকলে
সহজে স্বর্গ মিলবে তবে।

সুখে দুখে সদা
থেকো মাগো পাশে পাশে,
বলো পৃথিবীতে
কারো দায়ে কে'যে আসে।

জীবন সংগ্রামে যে
মাগো একলা লড়তে হবে,
তুমি পাশে থাকলে
যাবে কেটে বাঁধা সবে।

রচনাকালঃ
০১/০৭/২০২১

২+৪+৪+৪