
কেমন আছো গোধূলির পরে
আসা সন্ধ্যা ?
কেমন আছো জোসনা
ভরা রাত ?
কেমন আছো গীটারের
টুংটাং শব্দ ?
কেমন আছো কফি হাউস ?
কেমন আছো বন্ধুরা সবাই ?
কেমন আছো বাঁকা চাঁদ ?
কেমন আছো সদ্য
প্রেমিক প্রেমিকারা ?
কেমন আছো উত্তাল সমুদ্রের
পাথরে লাগা ঢেউ ?
কেমন আছো গাঙচিল
সাদা নীল মেঘ ?
কেমন আছো, ” সেই তুমি ? ”
নীল শার্ট ?
বান্ধবীর হাতের লাল নীল চুড়ি ?
কেমন আছে সেই প্রত্যাখ্যাত যুবক ?
কেমন আছে নীরব কান্নার মেয়েটি ?
কেমন আছো, অভিজাত বিপণী ?
কেমন আছো, বেকারের ধূলোমাখা পথ ?
কেমন আছো, চাপাকান্নার অভিশাপ ?
কেমন আছো, ভাই ব্রাদার বড় আপা ?
কেমন আছো, স্মৃতিমাখা নগর ?
কেমন আছো, প্রিয়জন ?
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
জানিনা তো কেমন আছি!! শুধু জানি সময় চলে যাচ্ছে সময়ের নিয়মে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আরজু মুক্তা
এখন সুস্থ থাকাটাই বড়।
শুভকামনা
সাবিনা ইয়াসমিন
হয়তো উত্তর আসবে সবই আছে আগের মতোই, শুধু বদলে যাওয়া আমিটা থাকবে নির্বাক। কিছু প্রশ্ন শুধু প্রশ্নেই ভালো থাকে, উত্তরের অপেক্ষায় না থেকে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
প্রশ্নের মাঝে উত্তর না খোঁজাই ভালো। থাক। নীরবে অনেক কিছু বলা হোক।
শুভকামনা সবসময়
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর কাব্যিকতা মুগ্ধতা একরাশ।
’সময় চলে যায় সময়ের টানে
ফেলে যায় কিছু স্মৃতি,
তাইতো সর্বদা বাজে হৃদয়ের কোণে
প্রশ্নে গাঁথা গীতি।’
ভীষণ ভীষণ মুগ্ধতা ও ভালোলাগায় আন্তরিক শুভেচ্ছা নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
আপনার জন্য থাকলো শুভেচ্ছার ফুলঝুড়ি।
মোঃ মজিবর রহমান
সহজ উত্তর জানিনা তো। এতো প্রশ্নের উত্তর না বা দিলাম। সবাই ভালোথাক।
আরজু মুক্তা
এটাই। সবাই ভালো থাক
শুভকামনা ভাই
শামীনুল হক হীরা
যে যার মত।
সবাই সবার মত।
দারুণ!!শুভকামনা রইল।।
আরজু মুক্তা
একদম। সবাই ভালো থাক।
শুভকামনা
পপি তালুকদার
কেমন আছ সেই আমার তুমি?
কেমন আছ আমার আমি?
কেমন আছ আমার প্রিয় মুহূর্তরা
কেমন আছ সন্ধ্যা রাতের তারা?
অনেক অনেক ভালো লাগলো “কেমন আছ” কবিতা খানি।
আরজু মুক্তা
ভালোলাগাটুকু থাকলেই ভালো লাগে।
শুভকামনা সবসময়।
প্রদীপ চক্রবর্তী
ভালো নেই!
কেবল স্মৃতি…..
আরজু মুক্তা
কথা সত্য দাদা। চারিদিকে শুধু স্মৃতি।
শুভকামনা সবসময়
তৌহিদ
মাঝেমধ্যে মনে হয় সবাই ভালো আছে আমি ছাড়া। অথচ সত্যিটা হলো আমি ভালো আছি এই মিথ্যেটা বারবার বলতে হয়।
শুভকামনা আপু।
আরজু মুক্তা
এটাই, মনে হয় আমি ভালো আছি বললে হয়তো অনেকেই খুশি হয়। সেজন্যই বলা।
শুভকামনা আছি
ছাইরাছ হেলাল
এত্ত-জনের খবরাখবর নিয়ে কুলিয়ে ওঠা তো বেশ কঠিন!!
তবে {কেমন আছো, ” সেই তুমি ? ”নীল শার্ট ?} এমন জানতে চাওয়ার মজাই মজা!!
আসবে নতুন গরু
উঁচু চৈতন্যে,
খড়-বিচুলি না খেয়ে
জোয়াল কাঁধে লাগায়ে;
তাকেই
প্রশ্ন করা যেতে পারে;
লাঙ্গল টানতে পারবে তো,
ধারালো ফলায়?
আরজু মুক্তা
সবাই তো লাঙল টানার কথা বললে হ্যাঁ বলবে। পরে যখন বুঝবে, এর মতো কঠিন কাজ নাই। তখন লেজ গুটিয়ে পালাবে।
আসল মানুষ সঠিক সময়ে মেলেনা।
ভালো থাকুক নীল শার্ট আর সেই তুমি।
মনিরুজ্জামান অনিক
অসম্ভব সুন্দর একটা কবিতা পড়লাম।
দিনশেষে জানতে ইচ্ছে হয়,
কেমন আছি তুমি?
অথচ জানা হয়না,
কেমন আছি আমি?
আরজু মুক্তা
নিজের খেয়াল রাখতে ভুলে যাই বেমালুম।
একদম সত্য কথা।
শুভ কামনা
আশরাফুল হক মহিন
সবাই ভালো আছে
ভালো নেই শুধু আমার প্রিয় মানুষটা
এখনো কেমন আছে জানতে খুব ইচ্ছে করে ।
আরজু মুক্তা
একদম। প্রিয় মানুষটা ভালো নেই। খুব জানতে ইচ্ছে করে….