কেমন আছি?

বন্যা লিপি ৭ অক্টোবর ২০২০, বুধবার, ০১:১১:০১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

চোখ বেয়ে জল গড়ায়
আমি হাতা খুন্তি নাড়ি, বুকের বাঁপাপাশ খামচে ধরে আছে সেই কবে থেকে!
উপর্যুপরি কালো মেঘে ছেয়েই আছে আকাশ, রোদ গিলতে চাই, চাই কোনো একদিন কফিশপে ঠিকঠাক দেখা পেয়ে যাবো আচমকা ভালো থাকা'র সাথে।

জাপটে ধরে বলে উঠবে- রাগ কোরোনা পাখি, ভীষণ ব্যস্ত থাকি';

আমি সেদিনের থাকি আকণ্ঠ তৃষ্ণায়।
কবে ফিরবে সে ভালো থাকা?

সুদীর্ঘ সময় কেটেকুটে ভাগ করে নেবার কথা ছিলো।  গড়িয়ে যাওয়া শিশিরের ফোঁটায়  বিশ্বাসের রংধনু দেখে ভুল ভেবে  আকুলিয়া ধরতে চাওয়া রংয়ের আবির!

বাউড়ি বাতাসে ছিলো দুরারোগ্য ভুল;
শিশির জ্বলে গিয়ে উঠলো দাবানল।
শিরিষের পাতায় এখনো শিরা উপশিরা বেঁচে আছে
মরা গাছে ফুল ফোটাবে ভেবে।

রাতের মেঘে মাথা পেতে দিয়ে দেখা যেতেই পারে
আকাশের চোখে ঘুম তো নেই!
ঝিমুনি ভাবটা কাটিয়ে উঠতেই প্রেমে পড়ে গেলো দূর নক্ষত্রের চোখে চোখ রেখে।

নক্ষত্রের ভারবাহী বয়সের তোয়াক্কা না করেই,একরোখা শব্দের প্রতিশ্রুতিতে আলিঙ্গনাবদ্ধ হয়েছিলো আকাশ-নক্ষত্র।

ভোরের কাছে ফিরতেই আকাশ নক্ষত্র ভুলে সুর্যকে ধারন করে নিলো নিজের করে। লুকিয়ে গেলো নির্বিবাদে নীলবিষপানে নীল তারা.......।

 

* ছবি - নিজ হাতে তোলা।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ