কেমন আছিস?বন্ধু

এজহারুল এইচ শেখ ১০ অক্টোবর ২০১২, বুধবার, ০৪:৪৪:৫৭পূর্বাহ্ন কবিতা, বিবিধ, সমসাময়িক, সাহিত্য ৮ মন্তব্য

থমকে দাড়ানো,
ক্লান্ত লোহিত সন্ধ্যের এক দীর্ঘ শ্বাস,
কেমন আছিস? বন্ধু!
দিনান্তে আর শোনা যায় না!
তাপ দগ্ধ সাহারার বুকে
ইয়াকুবার বাগানের পর্নমোচী
পাতা!
অভিমানের হিমশীতল,
সুমেরুর বরফের ফাটলে ঝরে পড়ে আছে!

আমি মরি ,আমার দীর্ঘশ্বাস মরে,
তোমার সাহারার বুকে বেড়ে ওঠা,
তোমার বাগানের জন্য!

তুমি ও মরো,
একটু হাতের আগল পাওয়ার জন্য!

তাও আবার ভাগ বসিয়েছে,
তোমার বৌ না আবার নাকি অন্য কেউ!
বৌ হলে না হয়,
পণ এক কোটি ইউরো দেওয়া যায়!
বন্ধু হলে না ভাগ করা যায়!
শিল্পের জন্য কি বৌ এর সতীত্ব বেচা যায়!

পাশে তোমার কেউ নেই!
সাহারার বুকে কে থাকবে!
আমি আছি ,
তোমার বাগানের বুক ভরা শ্বাস,
মধ্য রাতের ধ্রুবতারা!

@ বাড়ি,
তারিখ-১০/১০/১২
সময়-রাত্রি ১ঃ৫৯

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress