কেন এই মৌনতা!

রিতু জাহান ২৭ জানুয়ারি ২০১৬, বুধবার, ০১:৪৪:৫৬অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

আঠারো বছর।অনেকটা সময়।

প্রেমের সেই প্রথম আবেগে আমি হয়ে গেলাম তোমার চোখে ঋতু।তুমি আমায় বোলতে "তুমি আমার শরৎএর শুভ্র মেঘ,কাশফুল।অভিমান করলে বোলতে কৃষ্নচূড়া।অভিমানে কেঁদে ফেল্লে বোলতে বৃষ্টি ভেজা কদম আমি।তাই তোমার ঋতু নাকি আমি।একান্তে যে ভালোবাসার নামটা অনেক আবেগে ডেকে নিতে কাছে,আজ সে মৌনতা।

তুমি ছিলে অহংকার,সব অভিমান ছিলো আমার।অনেক না বলা কথা আজ তাই মৌন হয় গেলো।

আচ্ছা মেয়ে যদি না হয় নারী?সব মেয়ে কি নারী?

 

 

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ