কেউ নেই।

মনিরুজ্জামান অনিক ৩ এপ্রিল ২০২১, শনিবার, ১০:৩২:৪৬অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

তোমাকে পুঁতে রাখি বুকে।।

কৃষক যেভাবে পুঁতে বীজ কাঁদা মাটিতে।

তারপর মাটি ফেড়ে বেরিয়ে আসে সবুজ শস্য।

তুমিও আমার বুক ফেঁড়ে বেরিয়ে আসো___

ছড়িয়ে দাও ভালোবাসা, আমার বুকে জেগে থাকা চাষাবাদ কৃত জমিতে।।

 

তোমাকে হয়তো পাবোনা, হয়তো তুমি মিশে আছো,

বহুদূর,অন্যকোন আত্মায় অস্তিত্বের মশাল জ্বালিয়ে।

আমি এ ঘরে পড়ে থাকি একা, সন্ধ্যা প্রদীপ নিভে গেছে কবে, বুকের এই বিরানভূমি তে।

রোজ দেখি পাখি নীড়ে ফিরে, তার জন্যও তো অপেক্ষায় থাকে গোটা কয়েক চোখ।

আমার কোন ফেরার তাড়া নেই, অপেক্ষায় নেই কোন সাহারার দগ্ধ বুক।

তবু বাড়ি ফিরি;কেন ফিরি?

হয়তো বাড়ি ফেরাটাই মানবের অসুখ।

 

এভাবেই হয়তো পাড়ি দিবো পথ।

যেভাবে পাড়ি দেয় সূর্য, দিনের পর রাত।

তার কোন অভিযোগ নেই, নেই সঙ্গী পাবার ব্যকুলতা,

মানুষ কেন একা বাঁচেনা, কেন সে ধরতে চায় কোমলমতি কারো হাত?

 

 

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ